ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেস্ট খেলার স্বপ্নে বিভোর সাব্বির

প্রকাশিত: ০৬:১৭, ২৭ জুলাই ২০১৬

টেস্ট খেলার স্বপ্নে বিভোর সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররাই সর্বেসর্বা। এ মুহূর্তে তো দেশের সব ক্রিকেটারই সকাল থেকে মিরপুরে অনুশীলনে ব্যস্ত থাকেন। হাইপারফর্মেন্স প্রোগ্রামের ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটারদের যেন মেলা! মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদেরই একচেটিয়া আধিপত্য! কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার দুপুরে যেন ক্রিকেটারদের কাছ থেকে কিছুক্ষণ সময়ের জন্য সব আলো সরে গেল। সব আলো গিয়ে পড়ল হিরো আলমের দিকে। যারা নিয়মিত ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন; হিরো আলম সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। এই সেই আলম, যিনি এ মুহূর্তে ফেসবুক, ইউটিউবে নিজের ভিডিও প্রচার করে সাড়া ফেলে দিয়েছেন। হঠাৎ করে ক্রিকেটারদের সঙ্গে মঙ্গলবার দেখা করতে আসেন। ক্রিকেটাররাও তাকে পেয়ে মহাখুশি হন। দিনের আলো যেন হিরো আলমের ওপর পড়ে। তবে দিন শেষে আবার সেই ক্রিকেটাররাই মধ্যমণি হয়ে উঠেন। যখন সাব্বির রহমান রুম্মন টেস্ট খেলার আকাক্সক্ষার কথা জানান, তখন সবাই হতভাগও হয়ে যায়। এতদিন যিনি কিনা ‘টেস্ট নিয়ে ভাবছি না’ এমন বলে এসেছেন; এখন তিনিই টেস্ট খেলার ভাবনায় মশগুল! অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ হবে। এ সিরিজের টেস্ট একাদশে থাকতে চান সাব্বির। এজন্য সম্ভাব্য ২০ আগস্ট থেকে যে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হওয়ার কথা, এ লীগকেই পাখির চোখ বানিয়েছেন সাব্বির। বলেছেন, ‘বিসিএল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। পরে আরও সিরিজ আছে। বিসিএল এই কারণেই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিসিএলে ভাল কিছু করতে পারলে হয় তো টেস্ট দলে আমার ডাক আসতে পারে।’ ২০১৪ সাল থেকে ২৩ ওয়ানডে ও ২৬ টি২০ ম্যাচ খেলা হলেও এখন পর্যন্ত কোন টেস্ট খেলা হয়নি সাব্বিরের। এবার খুব করে চাচ্ছেন যেন টেস্ট খেলতে পারেন। কিন্তু সেটি কী সম্ভব হবে? মুমিনুল হককে যেমন ধরেই নেয়া হয়েছে টেস্ট খেলোয়াড়। তেমনি, সাব্বিরও কী নির্ধারিত ওভারের খেলোয়াড় লোগো লাগিয়ে নিয়েছেন না? তবে সাব্বিরের বেলায় সুযোগটি এজন্য খোলা যে এখনও খেলেননি। খেললে বোঝা যাবে আসলে কতটা কী করতে পারেন সাব্বির। সেই সুযোগটি এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই মিলে কিনা, সেটিই দেখার বিষয়। দুই বছর নির্ধারিত ওভারের খেলা খেলেছেন। এবার অবশেষে টেস্ট খেলার ইচ্ছাটা যেহেতু প্রকাশ করেছেন সাব্বির, সেই সুযোগটি মিলেও যেতে পারে। সাদা পোশাকে সাব্বিরকে দেখাও যেতে পারে। সাব্বিরকে অবশ্য টেস্ট খেলার অনুপ্রেরণা যোগান বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ম্যাককুলামরা। কারণ, তারাও যে মারকুটে ব্যাটসম্যান হয়েও টেস্টেও দাপটের সঙ্গেই খেলেছেন। তাই সাব্বির বলেছেন, ‘এখন যে ব্যাটসম্যান টি২০তে এক শ’ করছে, সেই দেখা যাচ্ছে টেস্টে খুব ধীরে খেলছে। টেস্ট হলেই যে আমি ধরে খেলব, আবার টি২০তে খুব মেরে খেলব; বিষয়টা এ রকম না।’ নির্ধারিত ওভারে এখন তিন নম্বর ব্যাটিং পজিশনেই খেলেন সাব্বির। দুর্দান্ত ব্যাটিংও করেন। জায়গাটিতেও সেট হয়ে গেছেন। টেস্টেও কী সেইরকম পজিশনেই খেলতে চান? সাব্বির দলের প্রয়োজনে টেস্টে যে কোন পজিশনে খেলতে চান, ‘আমার বিশেষ কোন চাহিদা নেই। দলের প্রয়োজনে অধিনায়ক ও কোচ আমাকে যেখানে খেলাতে চাইবেন, আমি সেখানেই খেলার চেষ্টা করব। চেষ্টা করব ভাল কিছু করার।’ বাংলাদেশের টি২০ বিশ্বকাপ মিশন শেষ হয়েছে ২৬ মার্চ। সেই থেকেই আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। চার মাস হয়ে গেল। অক্টোবরে খেলতে যখন নামবে বাংলাদেশ, ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকেই খেলতে নামবে। টেস্ট তো সেই গতবছর জুলাই-আগস্টে খেলেছে বাংলাদেশ। মার্চের পর যে আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না, এটা কী প্রভাব ফেলবে না? সাব্বির জানালেন, ‘ঘরোয়া লীগ খেলেছি। খেলার মধ্যেই ছিলাম। প্রিমিয়ার লীগ খেলেছি, সামনে বিসিএল আছে। আসলে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বলে মনে হচ্ছে অনেক দিন খেলার মধ্যে নেই।’ বোঝাই যাচ্ছে, সাব্বির বলতে চাইছেন কোন সমস্যা হবে না। দলের সমস্যা হবে কি হবে না, সেটা দেখা যাবে। এ মুহূর্তে সাব্বির শেষপর্যন্ত তার টেস্ট খেলার আকাক্সক্ষা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই পূরণ করতে পারেন কিনা, সেটিই দেখার বিষয়।
×