ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড ইঁদুরমুক্ত হতে চায়

প্রকাশিত: ২০:১৭, ২৬ জুলাই ২০১৬

নিউজিল্যান্ড ইঁদুরমুক্ত হতে চায়

অনলাইন ডেস্ক॥ সবচেয়ে বিরক্তিকর প্রাণীগুলোর মধ্যে একটি হল ইঁদুর। সব যায়গাতেই এদের উৎপাত। এদের উৎপাতে অতিষ্ঠ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। তাই এবার ইঁদুরমুক্ত হতে চায় নিউজিল্যান্ড। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জন কি এক উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়ে বলেছেন, ২০৫০ সালের মধ্যে তার দেশে একটিও ইঁদুর যেন অবশিষ্ট না থাকে, সেই লক্ষ্য পূরণ করতে হবে। গ্রামাঞ্চল ইঁদুরমুক্ত হলে কিউই এবং অন্যান্য দেশি পাখির প্রজনন বাড়বে। ইঁদুর মারার বিষ প্রয়োগের কারণে অনেক পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এসব বিষের কারণে পাখিদের ডিম নষ্ট হয়। নিজেদের ছোট ছোট দ্বীপ থেকেও ইঁদুর একেবারে নির্মূল করতে চায় নিউজিল্যান্ড। তবে বিজ্ঞানীদের কেউ কেউ এ অভিযানের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের মতো তুলনামূলক ছোট দেশেও এ লক্ষ্য পূরণ হয়নি।
×