ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিমুলিয়াগামী ফেরিতে আগুন ॥ যাত্রীদের মধ্যে আতঙ্ক

প্রকাশিত: ০৮:৫৪, ২৬ জুলাই ২০১৬

শিমুলিয়াগামী ফেরিতে আগুন ॥ যাত্রীদের মধ্যে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়াগামী ফেরি শাহ পরানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও পাঁচ শতাধিক যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। ফেরিটির সাইলেন্সার পাইপের আগুনের ফুলকি এসে যানবাহনের ওপর পড়লে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফেরিটি রাত সাড়ে আটটায় শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে। বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, সাইলেন্সার পাইপে কার্বন জমে এমনটি হয়েছে। ফেরি জোরে চালালে এই কার্বন থেকে ফুলকি বের হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কাওড়াকান্দি থেকে আসা রো রো ফেরিটি যথাসময়ে গন্তব্যস্থল শিমুলিয়ায় পৌঁছেছে। ফেরি চলাচল বিঘিœত ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল সোমবারও বিঘিœত হয়েছে। রাত নয়টায় এই রিপোর্ট লেখার সময় শিমুলিয়া প্রান্তে ১৭০ মালবাহী ট্রাকসহ দু’পারে সাড়ে তিন শ’ যান পারাপারের অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসির এজিএম জানান, এই ফেরি বহরে ১৭ ফেরির মধ্যে এখন চলাচল করছে নয়টি। সোমবার সাতটি টানা ফেরির মধ্যে ঝুঁকি নিয়ে তিনটি চলাচল করেছে। তবে রাতে এগুলো বন্ধ রাখা হয়। এখন রো রো, কে-টাইপ ও মাধ্যম এবং ছোট ফেরিগুলো চলাচল করছে।
×