ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে হবে সিলেট ॥ মেনন

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জুলাই ২০১৬

উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে হবে সিলেট ॥ মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, নেপাল, ভুটানসহ আঞ্চলিক যোগাযোগ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে হতে পারে সিলেট। আর এটি সম্ভব হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও পর্যটনশিল্পের উন্নয়নে অসংখ্য দিগন্ত উন্মোচিত হবে। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল মূলত পর্বতবেষ্টিত আর আমাদের দেশ নদী ও সমুদ্রবেষ্টিত। পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধনে পর্যটনের ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করবে। এসব সম্ভাবনাকে সামনে রেখে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এর মধ্য দিয়ে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা এ বিমানবন্দর ব্যবহার করতে আরও স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তিনি রবিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টি-হ্যাভেন রিসোর্টে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ২৪.কম আয়োজিত ‘বছরজুড়ে দেশ ঘুুরে : সিলেটে পর্যটন’ বিশেষ আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এডিটর ইন চীফ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেনÑ মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদুর রহমান সিকদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ স্্ম্পাদক ইদ্রিস আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা নিউজ২৪.কমের হেড অব নিউজ মাহবুব মেনন। Ñবিজ্ঞপ্তি
×