ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে ইডেনের ৫ ছাত্রীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৮:৩৭, ২৫ জুলাই ২০১৬

ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে ইডেনের ৫ ছাত্রীকে পুলিশে সোপর্দ

বাংলানিউজ ॥ রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলে অভিযানে চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার রাত একটার দিকে এ তথ্য জানান লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান। তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় ‘জিহাদি’ বই জব্দ করা হয় বলে জানান আসাদুর রহমান। লালবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কাউকে আটক দেখানো হয়নি।
×