ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ

প্রকাশিত: ০৮:২৪, ২৫ জুলাই ২০১৬

নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রবিবার বিকেলে আস্থা ভোটের কয়েক মিনিট আগে পদত্যাগ করেছেন। এতে করে নতুন সংবিধানের বিরুদ্ধে গত বছরের মাধেসী বিক্ষোভের পর দেশটি নয়া রাজনৈতিক সঙ্কটের মুখে পড়ল। খবর এএফপি ও এনডিটিভির। ওলি গত অক্টোবরে প্রধানমন্ত্রী হন। জোটের দুই শরিক দল সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। সরকার থেকে শরিকদের সমর্থন প্রত্যাহারের ফলে পার্লামেন্টে ওলির দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। শরিকদের অভিযোগ, ওলি তার অতীতে করা অঙ্গীকার রক্ষা করেননি। পার্লামেন্টে দেয়া এক ভাষণে ওলি বলেন, তিনি নয় মাস আগে ক্ষমতায় আসেন যখন দেশ ছিল মহাসঙ্কটে। ৬৪ বছর বয়সী এই কমিউনিস্ট নেতা বলেন, এখন সরকারে পরিবর্তন আনার এই খেলা রহস্যময়। তিনি বলেন, গত বছর তিনি যখন ক্ষমতায় আসেন তখন নেপাল-ভারত সম্পর্কের অবনতি ছিল। কিন্তু তার প্রচেষ্টায় এই সম্পর্ক স্বাভাবিক হয়। ওলি বলেন, নেপাল ও চীনের মধ্যে সম্পর্ক এবং নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক দুটি আলাদা, যা একটি অপরটির সঙ্গে তুলনা করা যায় না। ওলি দাবি করেন, তার প্রচেষ্টায় নেপালের অর্থনীতি কোন একটি দেশের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসে। ‘দেশ ও জনগণের আরও ভালোর জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমদূরত্ব বজায় রাখা উচিত নেপালের,’ যোগ করেন ওলি। অলির জায়গায় নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পকমল দহল ওরফে প্রচ-ের সম্ভাবনা উজ্জ্বল বলে গণমাধ্যমের খবরে আভাস দেয়া হয়েছে।
×