ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধির টার্গেট ৮ শতাংশ ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৭:১৩, ২৫ জুলাই ২০১৬

আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধির টার্গেট ৮ শতাংশ ॥  মতিয়া চৌধুরী

সংসদ রিপোর্টার ॥ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ৫ বছরের (২০১৫-২০) মধ্যে বার্ষিক শতকরা প্রবৃদ্ধি ৮ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে বিনিয়োগ করা হবে ৪০ লাখ ৭৮ হাজার কোটি টাকা। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাসদের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি জানান, আগামী ৫ বছরে (২০১৫-২০২০) বিনিয়োগের লক্ষ্যমাত্রা হচ্ছে- ২০১৫ সালে ৪ লাখ ৩৮ হাজার ৪শ’ কোটি, ২০১৬ সালে ৫ লাখ ১৭ হাজার কোটি, ২০১৭ সালে ৬ লাখ ৪ হাজার ৬শ’ কোটি, ২০১৮ সালে ৭ লাখ ৫ হাজার ৭শ’ কোটি, ২০১৯ সালে ৮ লাখ ২৪ হাজার কোটি এবং ২০২০ সালে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ৬শ’ কোটি টাকা। মন্ত্রী আরও জানান, আগামী ৫ বছরের জন্য বার্ষিক শতকরা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে- ২০১৫ সালে ৬ দশমিক ৫ ভাগ, ২০১৬ সালে ৭ ভাগ, ২০১৭ সালে ৭ দশমিক ২ ভাগ, ২০১৮ সালে ৭ দশমিক ৪ ভাগ, ২০১৯ সালে ৭ দশমিক ৬ ভাগ এবং ২০২০ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হচ্ছে শতকরা ৮ ভাগ। সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বর্তমান সরকার শিল্পখাতে বিনিয়োগকারীদের আকর্ষণীয় প্রণোদনা প্রদান করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব প্রণোদনাসমূহ বাস্তবায়ন করা হলে নিবন্ধনবিহীন শিল্প কারখানাসমূহ পোষক কর্তৃপক্ষের নিবন্ধন গ্রহণ করতে ইচ্ছুক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে। উল্লেখ্য, নিবন্ধনহীন এ সকল দেশীয় শিল্পকারখানাসমূহে উল্লেখযোগ্য সংখ্যক জনবলের কর্মসংস্থান হচ্ছে। তিনি জানান, দেশী-বিদেশী এবং যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্পকলকারখানাসমূহ সাধারণত বিনিয়োগ বোর্ডসহ অন্যান্য পোষক প্রতিষ্ঠান হতে নিবন্ধন গ্রহণ করে এবং নিবন্ধন পরবর্তী সময়ে সরকার কর্তৃক ঘোষিত বিবিধ প্রণোদনা উপভোগ করে। এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান দেশীয় যন্ত্রপাতি দ্বারা স্থাপিত কলকারখানাসমূহে দেশীয় কাঁচামাল ব্যবহার করে স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করে থাকে, সাধারণত সেসব প্রতিষ্ঠান পোষক প্রতিষ্ঠান হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকেই সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে তারা ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্স বা অনুমতি গ্রহণ করে থাকে। তিনি জানান, যেহেতু সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনাসমূহে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত শিল্প-কলকারখানাসমূহ খুব বেশি সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হয় না, সেহেতু তারা অনেক ক্ষেত্রেই পোষক প্রতিষ্ঠান হতে নিবন্ধন গ্রহণ করে না।
×