ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীরা বিদেশ থেকে আসেনি এদেশেরই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩২, ২৪ জুলাই ২০১৬

জঙ্গীরা বিদেশ থেকে আসেনি এদেশেরই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,বাংলাদেশে জঙ্গীবাদে সম্পৃক্তরা হোমগ্রোন জঙ্গী। এরা কেউ বিদেশ থেকে আসেনি, এদেশেরই লোক। স্বাধীনতাবিরোধীরা কখনো হুজী, কখনও আনসারুল্লাহ কখনওবা জেএমবি নামে দেশে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। বিদেশ থেকে এসে বাংলাদেশে জঙ্গীবাদ বিকাশের সুযোগ নেই। তিনি জঙ্গীবাদ প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। শনিবার সকালে তিনি একটি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে একথা বলেন। ‘আমি কখনো জঙ্গীবাদ ও অন্য কোন সন্ত্রাসী কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত করবো না। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব এবং এ দেশকে বিশ^পরিম-লে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সমুন্নত রাখবো”- জঙ্গীবাদবিরোধী এই শপথ গ্রহণের মধ্য দিয়ে শনিবার বিএফডিসিতে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রসি’র আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ জঙ্গীবাদ মোকাবেলায় সামাজিক সচেতনতা ও জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ এই সেøাগানে প্রতিযোগিতায় বাছাইকৃত ১৬ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। স্বরাষ্টমন্ত্রী বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের তরুণ সমাজের একাংশকে বিপথগামী করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ প্রতিরোধে যে ডাক দিয়েছেন, বিশ^ নেতৃবৃন্দ সেই ডাকে সাড়া দিয়ে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সন্ত্রাসের দায়ে অভিযুক্ত সন্তানের জন্য কোন পিতাকে যেন আর জাতির কাছে ক্ষমা চাইতে না হয় সে জন্য অভিভাবকদের সচেতন থাকার আহবান জানন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লী যাবেন ২৭ জুলাই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চারদিনের ভারত সফরে আগামী ২৭ জুলাই নয়াদিল্লী যাবেন। নয়াদিল্লী থেকে বাসস প্রতিনিধি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন এবং দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে তার সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে। চারদিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৩০ জুলাই ঢাকার উদ্দেশে নয়াদিল্লী ত্যাগ করবেন।
×