ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল ॥ বাড়ছে ভেন্যুর সংখ্যা

প্রকাশিত: ০৪:৩০, ২৪ জুলাই ২০১৬

বিপিএল ॥ বাড়ছে ভেন্যুর সংখ্যা

স্পোর্টস রিপোর্টার ॥ রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি বাংলাদেশের ফুটবলেও শেষ কথা বলে কিছু নেই। রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল’ (বিপিএল)-এর নবম আসর। শুরুটা হবে বন্দর নগরী চট্টগ্রামে। তারপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকায় (মোট খেলার সংখ্যা ১৩২)। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটির সঙ্গে লীগের ১২ দল এক বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছিল লীগের খেলাগুলো হবে মোট সাতটি ভেন্যুতে। অথচ গত ১৭ জুলাই বাফুফে ভবনে আরেকটি বৈঠকে বসে তিনটি ক্লাব (শেখ জামাল ধানম-ি, মোহামেডান স্পোর্টিং এবং আরামবাগ ক্রীড়া সংঘ) আপত্তি জানায় ভেন্যুর ব্যাপারে। কারণ দর্শায় একাধিক। তাদের তীব্র বিরোধিতার মুখে পেশাদার লীগ কমিটি পিছু হটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় তিনটি ভেন্যু বাদ দেয়া হবে। এগুলো হলো : বরিশাল, রাজশাহী ও গোপালগঞ্জ স্টেডিয়াম। এতে নাখোশ হয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। তারা ইঙ্গিত দেয় ভেন্যু কমার ফলে তারা স্পন্সরের টাকাও কমিয়ে দেবে। ক্লাবগুলোর আপত্তিতে বিপিএলের ভেন্যুর সংখ্যা কমানো হলেও আবারও বাড়ছে ভেন্যু। পঞ্চম ভেন্যু হিসেবে দলগুলো খেলতে সম্মত হয়েছে গোপালগঞ্জে। এছাড়াও আলোচনা চলছে বরিশাল ও রাজশাহী স্টেডিয়াম নিয়ে। দুবাই জুনিয়র্স দাবায় ফাহাদ শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত দুবাই জুনিয়র্স দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদেমাস্টার ফাহাদ রহমান ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদেমাস্টার মেটভিসেন ভিক্টরের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে হারায়। ১৩ দেশের ১১১ অনুর্ধ-১৪ বছর বয়সী দাবাড়ু এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিপিএল, এক টিকেটে দুই ম্যাচ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন দর্শকরা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবার জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এক টিকেটে দুই ম্যাচ দেখাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামের ফুটবলপ্রেমীরা। ৬০ টাকার একটি টিকেটের বিনিময়ে একজন দর্শক বিকেল সাড়ে ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে একই টিকেট দিয়ে দুই ম্যাচের মাঝখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন দর্শকরা এমন তথ্যই জানিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। জেবি বিপিএল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে নগরীর সিজেকেএস সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভাপতি পদে উয়েফার তিন প্রার্থীর নাম ঘোষণা স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ সেপ্টেম্বর ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নির্বাচন। সেই নির্বাচনে সভাপতি পদের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। তারা হলেনÑ সেøাভেনিয়ার আলেকজান্ডার সেফিরিন, হল্যান্ডের মাইকেল ভ্যান প্রাগ এবং স্পেনের এ্যাঞ্জেল মারিয়া ভিলার। ফিফায় কেলেঙ্কারির জন্য বর্তমানে সবধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে চার বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন উয়েফার বর্তমান সভাপতি মিচেল প্লাতিনি। তাই তার উত্তরসূরি হিসেবেই জায়গা করে নিতেই সভাপতির লড়াইয়ে নির্বাচন করবেন এই তিনজন। তবে স্পেনের এ্যাঞ্জেল মারিয়া ভিলার বর্তমানে প্লাতিনির অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, দীর্ঘ ২৭ বছর ধরেই স্প্যানিশ ফুটবলের প্রধান হিসেবে কাজ করছেন ভিলার।
×