ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি উজ্জীবিত আরামবাগ, অপর ম্যাচে শেখ রাসেল মোকাবেলা করবে বারিধারাকে

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পর্দা উঠছে আজ চট্টগ্রামে

প্রকাশিত: ০৪:২৯, ২৪ জুলাই ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পর্দা উঠছে আজ চট্টগ্রামে

রুমেল খান ॥ নতুন আঙ্গিকে আজ রবিবার পর্দা উঠতে যাচ্ছে ঘরোয়া ফুটবল আসরের সবচেয়ে বড় আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগে’র নবম আসর। এবারের লীগটি ব্যক্তিক্রম। কেননা এই প্রথম লীগের খেলাগুলো হচ্ছে ঢাকাসহ মোট চারটি ভেন্যুতে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে লীগের প্রথম ম্যাচে টানা দুইবার এবং বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড মুখোমুখি হবে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের রানার্সআপ এবং চমক জাগানিয়া দল আরামবাগ ক্রীড়া সংঘের। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে গত লীগের রানার্সআপধারী শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড মোকাবেলা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চ্যাম্পিয়ন দল উত্তর বারিধারা ক্লাবের। পেশাদার লীগের সর্বশেষ দুই আসরের টানা দুইবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। তারা এবারও শিরোপা অক্ষুণœ রেখে হ্যাটট্রিক করতে পারবে কি না, এ নিয়ে ফুটবলবোদ্ধাদের মধ্যে রয়েছে সংশয়। কারণ দল ভুগছে নানা সঙ্কটে। আইনী জটিলতায় তারা হারিয়েছে আট নির্ভরযোগ্য ফুটবলারকে। তার ওপর ‘গোদের ওপর বিষফোঁড়া’র মতো যোগ হয়েছে সদ্যই দলের কোচের পদ থেকে শফিকুল ইসলাম মানিকের বরখাস্ত হওয়াটা। এখানেই শেষ নয়। দলের কুশলী হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে চলে গেছেন বলে জোর গুজব উঠেছে। দলের আরেক বিদেশী মিডফিল্ডার গাম্বিয়ার ল্যান্ডিং ডার্বোয়েও নাকি চলে যাবেন। মানিক বরখাস্ত হলেও নতুন কোচ হিসেবে এখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাইজিরিয়ান জোসেফ আফুসি (প্রথম দুই ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না তাকে, এর আগেও জামালের কোচ হিসেবে কাজ করেছেন তিনি)। শেখ জামাল লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যদিও চলতি মৌসুমে দুটি টুর্নামেন্টে তারা ভাল করতে পারিনি। লীগের প্রস্তুতিতেও ঘাটতি আছে। কেননা খেলোয়াড় সঙ্কট রয়ে গেছে। আট খেলোয়াড়কে হারিয়েছে। দ্বিতীয় উইন্ডোও কাছাকাছি নেই যে নতুন খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। তাই আপাতত বাধ্য হয়ে স্বল্পসংখ্যক নবীন ও অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েছে ক্লাবটি। ৩৫ জনের কোটায় তাদের এখন খেলোয়াড় আছে ২৩ জন! জামালের অধিনায়ক-ডিফেন্ডার ইয়াসিন খান বলেন, ‘লীগে আমরা একটি ইউনিট হিসেবে খেলার চেষ্টা করব। সবারই লক্ষ্য একটিÑ ভালো খেলা।’ সদ্য সমাপ্ত ফেডারেশন কাপে অসাধারণ খেলে রানার্সআপ হয়ে তাক লাগানো দল আরামবাগ। তাদের প্রত্যাশাÑ ভাল ফুটবল খেলা। ফেডারেশন কাপের ফলের ধারাবাহিকতা লীগেও রক্ষা করতে চায় দলটি। দলের অধিনায়ক-গোলরক্ষক মিতুল হাসান বলেন, ‘কোচ আমাদের ভাল অনুশীলন করিয়েছেন। আমাদের আত্মবিশ^াস ভাল। ঠিকমতো খেললে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো লড়াই করতে পারব।’ ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। এর মধ্যে ছিল লীগ শিরোপাও। এরপর চারবছর ধরে শিরোপাশূন্য তারা। এবার বেশ ভাল দল গড়েছে তারা। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। তবে কাক্সিক্ষত সাফল্যের পথে তাদের বাধা দুই আবাহনী ও শেখ জামাল। শেখ রাসেলের অধিনায়ক আতিকুর রহমান মিশু বলেন, ‘ইতোমধ্যে দুটো ট্রফি মিস হয়েছে। তবে লীগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার জন্যই আমরা লড়ব। ইনজুরি কাটিয়ে সবাই ফিরছে। মনোযোগ ধরে রাখতে পারলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারব।’ নিজেদের সামর্থ্য সম্পর্কে ভালই জানা উত্তর বারিধারার। এবার প্রিমিয়ার লীগে উঠে আসা দলটি ৬/৭ নম্বরে থাকতে চায়।
×