ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী ও পুরোহিত হত্যাকারীদের সঙ্গে কোন আপোস নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৩, ২৩ জুলাই ২০১৬

বিদেশী ও পুরোহিত হত্যাকারীদের সঙ্গে কোন আপোস  নেই ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ জুলাই ॥ ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিদেশী নাগরিক, পুরোহিত, ইমাম ও পুলিশসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হত্যা করে তাদের সঙ্গে কোন আপোস নাই। তাদের প্রতিহত করতে পাড়া মহল্লায় এবং গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪ দল আয়োজিত গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, কয়েকদিন আগে রাজধানীর গুলশানে বিদেশী নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়েছে। আমাদের সন্তানরা যাতে আর জঙ্গী হতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পাড়ায় সন্দেহভাজন যারা আসছে ও যাচ্ছে তাদের খোঁজ নিতে হবে। ব্যবসায়ী, হুজুর, শিক্ষকদের অন্তর্ভুক্ত করে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ১৪ দলের সমন্বয়ে জঙ্গীবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, ইসলাম কখনও বোমা মেরে মানুষ মারার কথা বলে না। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিদেশে বসে থেকে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানি লন্ডারিং মামলায় তার সাজা হয়েছে। দেশে ফিরিয়ে এনে তারেক রহমানের মামলার সাজা কার্যকর করা হবে। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক শিল্পমন্ত্রী এবং সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ১৪ দলের কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ বনপাড়া খ্রীস্টান পল্লীতে নিহত সুনীল গোমেজের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
×