ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লেগুনাচাপায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জুলাই ২০১৬

লেগুনাচাপায় নারী শ্রমিক নিহত,  সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ লেগুনাচাপায় বৃহস্পতিবার এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। নিহত ওই শ্রমিকের নাম ইসমত আরা (৩০)। সে রংপুরের গঙ্গাচড়া থানার কুলকু- গ্রামের হাসান আলীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট কারখানায় সুইং সেকশনের অপারেটর হিসেবে কাজ করত ইসমত আরা। বৃহস্পতিবার দুপুরের বিরতির পর সে কারখানায় যাচ্ছিল। পথে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে নিহতের সহকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
×