ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ বাছাইপর্ব

চার ফুটবলার ধার শেখ রাসেলের

প্রকাশিত: ০৬:৪২, ২১ জুলাই ২০১৬

চার ফুটবলার ধার শেখ রাসেলের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের এএফসি কাপের বাছাইপর্বে খেলতে শেখ জামাল ধানম-ি ও চট্টগ্রাম আবাহনী থেকে ৪ ফুটবলারকে ধার হিসেবে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ধার করা ওই চার ফুটবলার হলেনÑ ইয়াসিন খান (ডিফেন্ডার, শেখ জামাল) নাসির উদ্দিন চৌধুরী (ডিফেন্ডার, চট্টগ্রাম আবাহনী), রুবেল মিয়া ও মোহাম্মদ ইব্রাহীম (মিডফিল্ডার, চট্টগ্রাম আবাহনী)। এএফসি কাপে সর্বোচ্চ দুই বিদেশী খেলানো যাবে। বিদেশী কোটায় খেলবেন শেখ রাসেলের নিজস্ব খেলোয়াড় ক্যামেরুনের জঁ জুলস ইকাঙ্গা ও নাইজিরিয়ার পল এমিল। আগামী ২১-২৫ আগস্ট এএফসি কাপের বাছাইপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভুটানে। সেখানে শেখ রাসেলের প্রতিপক্ষ ভুটানের এফসি টারটন ও চাইনিজ তাইপের তাতুন এফসি। যদিও শেখ রাসেল রাসেল নয়, এ আসরে খেলার কথা ছিল শেখ জামালের। কিন্তু গত মের মাঝামাঝি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সঙ্গে বিরোধের কারণে এবং বিভিন্ন কারণে হতাশ হয়ে এএফসি কাপের পরবর্তী আসরে না খেলার সিদ্ধান্ত নেয় দেশীয় ফুটবলের অন্যতম পরাশক্তি শেখ জামাল ধানম-ি। তারা এর আগে এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল, যেটা এর আগে বাংলাদেশের কোন ক্লাব পারেনি। শেখ জামাল ক্লাব চলতি বছরের শুরু থেকে শুরু করে মে’র ১০ তারিখ পর্যন্ত তাদের এএফি কাপের একটি পর্ব শেষ করে। এটি ছিল তাদের ২০১৩-১৪ বছরের চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জনের পর্বটি। এএফসি কাপে এশিয়ার প্রতিটি দেশের লীগ চ্যাম্পিয়নরাই খেলে থাকে। কিন্তু গত মেতে জানা যায়Ñ ২০১৪-১৫ আসরের লীগ চ্যাম্পিয়ন দল হিসেবে এএফসি কাপের বাছাইপর্বে না খেলার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল। আগের পর্বটি খেলে পরবর্তী পর্বটি খেলতে অপরাগতা জানিয়ে তারা এএফসিকে চিঠিও দেয়। এখন দেখার বিষয়, গত লীগের রানার্সআপ শেখ রাসেল প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে কেমন ফল করে। বিশ্বকাপের দায়িত্ব এলওয়ার্দির কাঁধে স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার স্টিভ এলওয়ার্দিকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মঙ্গলবার টুর্নামেন্টের প্রধান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৫১ বছর বয়সী প্রোটিয়ার নাম ঘোষণা করে ইসিবি। এর আগে ২০১৭ আইসিসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই দায়িত্ব পালন করবেন তিনি। ক্রিকেটে পরবর্তী এই দুটি আসরের আয়োজক ইংলিশরা। ‘এটা দারুণ সম্মানের। ২০০৩ সালে পেশাদার ক্রিকেট ছাড়ার পর আমি এমন বেশ কিছু দায়িত্ব পালন করেছি। আশা করছি ২০১৯ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারব।’ বলেন এলওয়ার্দি। ইসিবির নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসনও ভারমুক্ত, ‘স্টিভের মতো এমন একজনের হাতে গুরুদায়িত্ব দিতে পেরে আমরা অনেকটা নির্ভার।
×