ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্তহীনতায় ভুগছেন বাউচার্ড

প্রকাশিত: ০৬:৪১, ২১ জুলাই ২০১৬

সিদ্ধান্তহীনতায় ভুগছেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় রিও অলিম্পিক। তবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ এই অলিম্পিকে অংশ নেবেন কী না সে বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি ইউজেনি বাউচার্ড। মূলত জিকা ভাইরাসের কারণেই রিও অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে সংশয়ের মধ্যে রয়েছেন কানাডিয়ান এই টেনিস তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তেও বলতে পারছি না যে আমি কী করব। তবে খুব সম্ভবত আগামী সপ্তাহে আমি কোন সিদ্ধান্ত নিতে পারব।’ জিকা ভাইরাসের কারণে ইতোমধ্যেই বেশ কয়েকজন টেনিস তারকা রিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নাম্বার তারকা সিমোনা হ্যালেপ। রোমানিয়ান এই টেনিস তারকা ছাড়াও নাম প্রত্যাহার করে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। শুধু তাই নয়, ইউজেনি বাউচার্ডেরই স্বদেশী মিলোস রাওনিকও জানিয়ে দিয়েছেন অলিম্পিকে খেলতে যাচ্ছেন না তিনি। এই টেনিস তারকাদের ছাড়াও বিশ্বের সেরা গলফাররাও তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এসবই ভাবিয়ে তুলছে ইউজেনি বাউচার্ডকে। এ প্রসঙ্গে ২২ বছরের তরুণী বলেন, ‘আমি দেখছি যে বিশ্বের অনেক খেলোয়াড়ই তাদের নাম সরিয়ে নিচ্ছে। যাদের মধ্যে রয়েছেন হাই-প্রোফাইল গলফারও। এগুলো আপনাকে নিঃসন্দেহেই চিন্তার মধ্যে ফেলে দেবে। এ বিষয়টা নিয়ে যতটুকুই সম্ভব জানার চেষ্টা করছি আমি। তবে এ সম্পর্কে কেউ ভাল জানেন কি না সে বিষয়টিও আমার কাছে অজানা।’ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪১ নাম্বারে অবস্থান করছেন ইউজেনি বাউচার্ড। অথচ শুরুতেই চমকে দিয়েছিলেন টেনিস বিশ্বকে। বিশেষ করে ২০১৪ সালটা দুর্দান্ত কেটেছে তার। সেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফানালে উঠেন তিনি। ধারাবাহিক পারফর্মেন্সের সৌজন্যে ফ্রেঞ্চ ওপেনেও শেষ চারের টিকেট নিশ্চিত করেন বাউচার্ড। আর উইম্বলডনে নিজেকে আরও একধাপ এগিয়ে নেন কানাডার তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠার বিস্ময়কর এক কীর্তি গড়নে তিনি। কিন্তু দুর্ভাগ্য। শিরোপা জয়ের লড়াইয়ে সেবার চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে পরাজয় মানেন বাউচার্ড। তবে বিশ্ব টেনিসকে চমকে দিয়েই র‌্যাঙ্কিংয়ের পাঁচে থেকে মৌসুম শেষ করার অসাধারণ এক রেকর্ড গড়েন বাউচার্ড। শুধু টেনিস কোর্টে নয় ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবেও দ্যুতি ছড়ান তিনি। তার খেলার কৌশল, অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মুখ অবয়বের জন্য মডেলিংয়েও ভাল করেন বাউচার্ড। তবে দুই বছর আগের শুরুর সেই চমক খুব বেশিদিন ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। টেনিস কোর্টে গত দুটি বছর তো একেবারেই বাজেভাবে কেটেছে তার। মেজর কোন টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণেই তো শীর্ষ পাঁচ থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ চল্লিশেও জায়গা হয়নি তার। তবে অতীত ব্যর্থতাকে পেছনে ফেলে দিতেই ওয়াশিংটন ওপেন শুরু করেছিলেন ইউজেনি বাউচার্ড। কিন্তু মঙ্গলবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। তাও আবার ইতালির ক্যামিলা জিওর্জির কাছে হেরে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইতালিয়ান তারকা জিওর্জি ৭-৫ এবং ৬-৪ সেটে হারান বাউচার্ডকে। আর আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন রোমানিয়ার মনিকা নিকুলেস্কো। ম্যাকহেল এদিন ৬-৩ এবং ৬-৪ সেটে হারান মনিকা নিকুলেস্কোকে।
×