ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের অনুশীলনে সাকিব-মুস্তাফিজকে পাচ্ছে না বিসিবি, নিরাপত্তা শঙ্কায় শুরুতে থাকছেন না ট্রেইনার ভিল্লাভারায়েনও

বিদেশী কোচ ছাড়াই ক্যাম্প শুরু আজ

প্রকাশিত: ০৬:০৪, ২০ জুলাই ২০১৬

বিদেশী কোচ ছাড়াই ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গুলশানে সন্ত্রাসী হামলার পর এক এক করে নিরাপত্তা শঙ্কায় বিদেশী কোচরা পিছু হটছেন। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্দেশ্যে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এ ক্যাম্পের শুরু থেকে জাতীয় দলের বিদেশী কোন কোচকেই পাচ্ছেন না মাশরাফি, মুশফিক, তামিমরা। ক্যাম্পে আপাতত থাকতে পারছেন না ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলা বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও। থাকছেন না মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের এ ‘কাটার মাস্টার’ আজ সকালেই ইংল্যান্ডে কাউন্টি খেলতে দেশ ছাড়বেন। সাকিব, মুস্তাফিজ ও বিদেশী কোচহীনই ক্যাম্প শুরু হবে। প্রধান কোচ শ্রীলঙ্কান চন্দ্রিকা হাতুরাসিংহে, সহকারী ও স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কান রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ জিম্বাবুইয়ে বসবাসরত ইংল্যান্ডের রিচার্ড হালসাল থাকছেন না তা আগেই জানা গেছে। গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) হাতুরাসিংহেকে একটু বিলম্ব করে বাংলাদেশে আসতে বলেছে। সেই সঙ্গে কালপাগে, হালসালদের অবস্থাও একই। কিন্তু ক্যাম্পের শুরুতে থাকছেন না ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনও। আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। এরপর যখন ব্যাট-বল-ফিল্ডিং অনুশীলন শুরু হবে, তখন সব বিদেশি কোচের আসার সম্ভাবনা দেখছে বিসিবি। আগে যদিও বিসিবি জানিয়েছিল, ভিল্লাভারায়েন থাকবেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের শুরুতে থাকছেন না ভিল্লাভারায়েন। অথচ ফিটনেস ক্যাম্পে সব কাজ তারই! তার কাজগুলো এখন করতে হবে দেশি ফিটনেস ট্রেইনার ইফতেখারুল ইসলামকে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করেছে বিসিবি। ৩০ সদস্যের দলে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান রুম্মন, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন লিখন, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন আছেন। এর মধ্যে সিপিএল মাতানো সাকিব আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ক্যাম্পে থাকতে পারবেন না। মুস্তাফিজও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকছেন না। বাকি সব ক্রিকেটারই থাকছেন। তবে ক্রিকেটাররা এবার ক্যাম্পের শুরুতেই বিদেশি কোচদের একজনকেও পাচ্ছেন না। নিরাপত্তা শঙ্কা এমনভাবেই জেঁকে ধরেছে বিদেশী কোচদের, তা জাতীয় দলেও যেন দাগ কাটছে! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সম্প্রতি বলেছিলেন, ‘ক্যাম্পের প্রথম ১০ দিন দায়িত্বে থাকবেনি ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন। ২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। প্রথম এক সপ্তাহ থেকে ১০ দিন ট্রেইনারের নেতৃত্বে চলবে এ ক্যাম্প। তারপরই কোচদের আসার কথা। কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা অনুযায়ী আগে ফিটনেস ক্যাম্প হবে। এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন হবে।’ কিন্তু ভিল্লাভারায়েনও এখন থাকছেন না। গুলশানে যে সন্ত্রাসী হামলা হয়েছে। সেখানে নিয়মিত যাতায়াত ছিল হাতুরাসিংহে ও ভিল্লাভারায়েনের। ভিল্লাভারায়েন তো বাচ্চাদের নিয়েই হলি আর্টিজান ক্যাফেতে যেতেন। আর্টিজানের সবুজ লনে তার বাচ্চারা ছোটাছুটি করতেন। সন্ত্রাসী হামলার দুদিন আগেই ছুটিতে যান ভিল্লাভারায়েন। চেনা জায়গায় এমন একটা ঘটনা যে কাউকেই আতঙ্ক করে তুলবে। হাতুরাসিংহে ও ভিল্লাভারায়েনের বেলাতেও তাই হয়েছে। তবে ভিল্লাভারায়েনকেই এ হামলা বেশি দাগ কেটেছে। বাংলাদেশে আসার জন্য পরিবারকে বোঝাতে হচ্ছে। তাই তো আকরাম খানকে এখন বলতে হচ্ছে, ‘ওর একটু পারিবারিক ঝামেলা আছে। এছাড়া গুলশানে হামলার পর স্বাভাবিকভাবেই একটু ভড়কে গেছে। বিদেশী স্টাফদের মধ্যে একমাত্র সে-ই পরিবার নিয়ে ঢাকায় থাকত। এখন এই পরিস্থিতিতে পরিবারকে বোঝানোর ব্যাপার আছে। তবে সে ফিরবে অবশ্যই। সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ক্যাম্প শুরুর দু-চারদিনের মধ্যে ফিরবে আশা করি।’ সত্যিই কী তাই? যতদূর বোঝা যাচ্ছে, ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরই বিদেশী কোচরা বাংলাদেশে আসবেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে সেইরকম আভাস মিলল। জালাল ইউনুস মঙ্গলবার বললেন, ‘কালকে (আজ) শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন শারীরিক কিছু কাজ করানো হবে। এর জন্য আপাতত আমাদের স্থানীয় যারা আছে তারাই চালাবে। জাতীয় দলের কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে চলে আসবে। তারা আসার আগ পর্যন্ত স্থানীয় কোচরা এই প্রোগ্রাম পরিচালনা করবে।’ বিসিবি থেকেই মূলত বিদেশি কোচদের ছুটি দীর্ঘ করা হয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসলে কোচদের আসার জন্য বলা হয়েছে। ছুটি দীর্ঘ হওয়ার কারণ জালালই জানালেন, ‘যেহেতু এই কয়েকদিন গুরুত্বপূর্ণ কিছু নেই। স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে পর্যন্ত তারা সময় নিচ্ছে। আশা করি আগামী মাসের প্রথম সপ্তাহে তারা চলে আসবে। শুধুমাত্র মারিয়া (ভিল্লাভারায়েন) আসার কথা ছিল। কিন্তু পারিবারিক কারণে সে এখনই আসতে পারছে না।’ গুলশানে সন্ত্রাসী হামলার পর যেন নিরাপত্তা ইস্যুটিই বারবার সবার সামনে চলে আসছে। সামনে আবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। নিরাপত্তা নিয়ে কোন রকমের অনিশ্চয়তায় ভুগলে সিরিজ খেলতে ইংল্যান্ড আসবে না। তাই নিরাপত্তা জোরদার করার কথাও জানিয়ে দিয়েছেন জালাল ইউনুস, ‘ইতিমধ্যেই আমরা বিসিবিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি। আমাদের বিদেশী স্টাফরা এখানে থাকবে। তাদের যদি কোন প্রয়োজন হয়, বাড়তি কোন নিরাপত্তা; সেক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহযোগিতা পেতে পারি। এজন্য আগে ভাগেই আমরা তাদের কাছে চিঠি দিয়ে রেখেছি।’
×