ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোলাকিয়া হামলা

জঙ্গী জাহিদুল রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত: ০৫:৫১, ২০ জুলাই ২০১৬

জঙ্গী জাহিদুল রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ জুলাই ॥ শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গী হামলার ঘটনায় গ্রেফতার জাহিদুল হক ওরফে তানিমকে (২৪) দশ দিনের রিমা- শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জ ১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোঃ আবদুস সালাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি শরীফুল ইসলাম বর্তমানে র‌্যাবের পাহারায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, রিমান্ডে আসামি জাহিদুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা জানানো সম্ভব হচ্ছে না। প্রয়োজনে আসামিকে আরও জিঞ্জাসাবাদ করার জন্য আবারও রিমা-ে নেয়া হতে পারে। ঈদ-উল-ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে চরশোলাকিয়া এলাকায় পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গীরা। এতে পুলিশের দুই কনস্টেবল, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হয়। ঘটনার পর পুলিশ ও র‌্যাব দুই জঙ্গীকে আটক করে। এ ঘটনায় গত ১০ জুলাই গ্রেফতারকৃত দুই আসামিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়।
×