ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০২, ২০ জুলাই ২০১৬

টুকরো খবর

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত ॥ যুবক আটক রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পেছন থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শরিফুল ইসলাম। তার বাড়ি রাজশাহী মহানগরীর মাসকাটাদীঘি এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রী মন্নুজান হলের পেছনের সড়ক দিয়ে স্কুলে আসার পথে শরিফুল ওই ছাত্রীকে আটকে কুপ্রস্তাব দেয়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে হল কর্মচারীরা ছুটে এসে শরিফুলকে আটক করে। লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ জুলাই ॥ লক্ষ্মীপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের ১২৭ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তরাঁয় পৌর মেয়র আবু তাহের পৌরসভার ৩৯তম এ বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ পৌর সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার প্রমুখ। পিস্তল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ জুলাই ॥ চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে গুলিসহ একটি দেশীয় পিস্তল উদ্ধারের পর মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও ৩০ বিজিবি। ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ভোরে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর উপজেলার মোলানী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বেলডাঙ্গী গ্রামে এক অভিযান চালনো হয়। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ জুলাই ॥ আমতলী-তালতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গনে ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণসহ সহস্রাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-অর-রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইদ খোকন প্রমুখ। চরজব্বর ডিগ্রী কলেজ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, সুবর্ণচরের চরজব্বর ডিগ্রী কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দিলে কলেজের শিক্ষকরা তাদের শান্ত করে এবং কর্মসূচী থেকে বিরত রাখেন। এর আগে একই ঘটনায় সোমবার কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন দেন। এ সময় তারা জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
×