ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিলামে আইনস্টাইনের জ্যাকেট

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জুলাই ২০১৬

নিলামে আইনস্টাইনের জ্যাকেট

স্যার আলবার্ট আইনস্টাইন মানেই জটিল অঙ্ক আর পদার্থবিদ্যা। তবে আপনি যদি ভাবেন যে আইনস্টাইন শুধু অঙ্ক নিয়ে ভেবেই দিনরাত এক করতেন, মজে থাকতেন ঊ=সপ২ নিয়ে, তাহলে একদম ভুল করবেন। এছাড়াও তাঁর দুটি শখ ছিল। এর একটি বেহালায় সুরতোলা অপরটি চামড়ার জ্যাকেট পরা। এ রকম একটি জ্যাকেট এবার বিক্রি হলো বিশাল দামে। ক্রিস্টি নামে এক অস্ট্রেলীয় মহিলা কিনে নিলেন আইনস্টাইনের ব্যবহৃত একটি জ্যাকেট। ইন্ডিয়ানা জোন্স স্টাইলের বাদামি রঙের ওই জ্যাকেট ক্রিস্টি কিনলেন ১ লক্ষ ৪৪ হাজার ৪২৪ মার্কিন ডলারে। ক্রিস্টি জানিয়েছেন, আইনস্টাইন জ্যাকেটটি ১৯৩০ সাল নাগাদ কিনেছিলেন। নাৎসিবাদ থেকে বাঁচবার জন্য আইনস্টাইন জার্মানি ছেড়ে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তখনি তাঁর সঙ্গী হয় ওই জ্যাকেট। জ্যাকেটটি ছিল বিখ্যাত ব্র্যান্ড লেভি স্ট্রসের। জানা গেছে আইনস্টাইনের সঙ্গে এই জ্যাকেটের এক অবিচ্ছেদ্য প্রেম তৈরি হয়ে যায়। তিনি যেখানেই যেতেন তাঁর সদা সঙ্গী হতো এই লেভি স্ট্রসের জ্যাকেট। প্রসঙ্গত বিশ্বখ্যাত এই বিজ্ঞানী কোন কিছুই পরিষ্কার বা ঝাড়পোছ করতেন না। তাঁর বিশাল ঝাঁকড়া চুলও সেই কারণে বেড়েই থাকত। একবার কোন জিনিস গায়ে পড়লে গা থেকে কবে যে তা সরত তার খেয়াল থাকত না। কাজেই একবার ভেবে নিন কতদিন না কাচা অবস্থায় বিজ্ঞানীর গায়ে জড়িয়ে বসেছিল ওই জ্যাকেট। অপরিচ্ছন্ন এই জ্যাকেটের দাম এত! তা হতেই পারে। কার গায়ে ছিল সেটাও তো ভাবতে হবে।-টাইমস অব ইসরাইল।
×