ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর নয়া পরিচালক অধ্যাপক ডাঃ একেএম সালেক

প্রকাশিত: ০৪:২০, ১৮ জুলাই ২০১৬

বিএসএমএমইউর নয়া পরিচালক অধ্যাপক ডাঃ একেএম সালেক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডাঃ এ কে এম সালেক বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিদর্শন) কলেজেস এ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট হিসেবে নিয়োগ পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান তাঁকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন নাক, কান, গলা বিভাগের সাবেক অধ্যাপক আবু সফি আহমেদ আমিন। তার মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়। নবনিযুক্ত পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ এ কে এম সালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিক্যাল কলেজের উচ্চশিক্ষার মান উন্নয়ন ও কলেজসমূহের স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ এবং দেখভাল করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটের সংখ্যা ৪০টি। অধ্যাপক ডাঃ একেএম সালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অতি সুপরিচিত অধ্যাপক। রোগীর প্রতি অত্যন্ত দরদী চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে। তিনি বর্তমানে জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি।-বিজ্ঞপ্তি
×