ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএল দিয়ে নতুন মৌসুম শুরু

প্রকাশিত: ০৬:২৬, ১৭ জুলাই ২০১৬

বিসিএল দিয়ে নতুন মৌসুম শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেট দল আসবে কি আসবে না; তা সময়ই বলে দেবে। না আসার শঙ্কা এখনও আছে। তাই বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসে থাকছে না। ইংল্যান্ড সিরিজ হোক না হোক; এর আগে ক্রিকেটের নতুন মৌসুম (২০১৬-১৭) শুরু হয়ে যাচ্ছে। সেটি বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) দিয়েই শুরু হবে। ২০ আগস্ট শুরু হবে বিসিএল। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটিই জানিয়েছেন। আকরাম বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা বিসিএলের কিছু ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত ২০ আগস্ট থেকেই বিসিএল শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের খেলোয়াড়রা যদি খেলতে পারে, তাতে ছেলেদের আত্মবিশ্বাসের লেভেলটা উঁচুতেই থাকবে।’ বিসিএলের চতুর্থ আসর শেষ হয়েছিল চলতি বছরের মার্চে। ৬ মাস না পেরুতেই বিসিএল আয়োজনের লক্ষ্য, ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলা। আগের আসরে ডাবল লীগ পদ্ধতিতে অংশ নেয় চারটি দল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। বর্তমান চ্যাম্পিয়ন দল ওয়ালটন মধ্যাঞ্চল। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমেই ওয়ানডে সিরিজ হবে। ৭, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৮ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টেস্ট শুরু হবে। টি২০ বিশ্বকাপের পর থেকে সেই মার্চ মাসের শেষ ভাগ থেকে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। মাঝখানে ঈদের আগে ঢাকা লীগ খেলেছে। একদিনের ম্যাচের মধ্যেই থেকেছে। কিন্তু টেস্ট ক্রিকেট সেই গতবছর জুলাইয়ের পর থেকেই খেলে না বাংলাদেশ। প্রায় এক বছর হয়ে গেছে। অক্টোবরে যেহেতু খেলা, ১৪ মাস বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে দূরে থাকবেন। হঠাৎ করে যদি টেস্ট খেলতে নেমে যায়, তাহলে ভরাডুবি হওয়ার সম্ভাবনাই বেশি। নির্ধারিত ওভারের ক্রিকেটে তাও মানিয়ে নেয়া যায়। কিন্তু ৫ দিনের ক্রিকেটে হঠাৎ করে খেলা খুবই কঠিন। তাই বিসিবি চারদিনের বিসিএল আয়োজন করতে যাচ্ছে। ইংল্যান্ড শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় খেলতে আসে কিনা তা এখনও চূড়ান্ত নয়। সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাই বলে ইংল্যান্ড আসবে না, তা ধরে নিয়ে এগুলেতো হবে না। বিসিবি চেষ্টা করছে ইংল্যান্ডকে সব ধরনের নিরাপত্তা দিয়ে সিরিজ খেলানোর। তাই ইংল্যান্ড সিরিজের আগে যদি বিসিএল হয়, তাতে ক্রিকেটাররা খেললে; দীর্ঘ পরিসরের ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন। তা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাজেও লাগবে। এই বিসিএল দিয়েই আবার ক্রিকেটের নতুন মৌসুমও শুরু হচ্ছে।
×