ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে মানববন্ধন সমাবেশ

জঙ্গী ঠেকাতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

প্রকাশিত: ০৬:০০, ১৭ জুলাই ২০১৬

জঙ্গী ঠেকাতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে শনিবার সারাদেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠন মানববন্ধন, সমাবেশ, কর্মশালা এবং বিক্ষোভ করেছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর রাজশাহী শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট জঙ্গীবাদবিরোধী মানববন্ধন থেকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানানো হয়। ‘জঙ্গীবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ সেøাগানে সুজন এই মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী উদ্যোক্তা সিনিয়র প্রেসিডেন্ট শাহানাজ বেগম, সেলিনা বেগম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সুজনের স্থানীয় সমন্বয়কারী সুব্রত পাল, দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জাকারুল ইসলাম, সুজনের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। বরিশাল নগরীতে মানববন্ধন করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নেতৃবৃন্দরা। অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সুজনের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল ঘোষ, সাংগঠনিক সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ। দিনাজপুর শনিবার সুজন দিনাজপুর জেলা কমিটির আয়োজনে সকাল ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সুজন দিনাজপুর জেলা কমিটির সভাপতি বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ, শাহাদৎ হোসেন, লোকমান হাকিম, ফজলুর রহমান, রাহিজুর ইসলাম এবং রোভার স্কাউট সুদীপ্ত রায়। এদিকে শনিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় নিজস্ব মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহেরের সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে খাগড়াছড়িতে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা হয়েছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউনহল মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মজিদ আলী। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আমিন সভাপতিত্ব করেন। সিলেট শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুজন সিলেট চ্যাপ্টারের উদ্যোগে মানববন্ধন হয়। ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন সিলেট চ্যাপ্টারের সেক্রেটারি চৌধুরী জিয়াউস শামস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী প্রমুখ। সিরাজগঞ্জ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারী কলেজ অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিরাজগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার এবং কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সদর থানা আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলম, সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজংচাম্বুগং প্রমুখ। রংপুর শনিবার দুপুর ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে “বাংলাদেশ ৪র্থ শ্রেণীর কর্মচারী” রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার ডাকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্মচারীরা, অধ্যক্ষ পরিচালকসহ সকল স্তরের কর্মচারী অংশ নেন। সংগঠনের সভাপতি আনিছুল হকের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ। নওগাঁ শনিবার সকাল সাড়ে ১০টা সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা সদরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নুরুল হক মাস্টার, তছলিম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের জেলা সভাপতি শ্যামলেন্দু পাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কাজী আরিফুর রহমান রিপন প্রমুখ। কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় কর্মসূচীতে মুক্তিযোদ্ধা ছাড়াও নানা শ্রেণী পেশার বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। এ সময় বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার বাসিরউদ্দিন ফারুকী, অধ্যক্ষ ডাঃ আ.ন.ম নৌশাদ খান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, সেক্টর কমা-ারস ফোরামের ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ডাঃ পিয়ারা বেগম, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ। অপরদিকে গৌরাঙ্গবাজার এলাকায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে অনুরূপ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তৃতা করেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ফিরোজ উদ্দিন ভূঞা, রফিকুল ইসলাম, তৌফিকুজ্জামান খানসহ অন্যরা। গাইবান্ধা আসাদুজ্জামান মার্কেটের সম্মুখে মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ যুবমৈত্রী গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। বক্তব্য রাখেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সদস্য গাইবান্ধা জেলা সভাপতি ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এ্যাডভোকেট আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, এ্যাডভোকেট আশরাফ আলী, চাঁন মিয়া, ফারুকুল ইসলাম, খলিলুর রহমান, রিপন সরকার, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, নুরুন্নাহার বেগম, মাহবুবুর রহমান সুমন প্রমুখ। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। শনিবার সকাল ১২টায় মিছিলটি ছনবাড়ি বাসস্ট্যান্ড থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চকবাজারে এসে শেষ হয়। এর আগে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ভাষণ দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোল্লা আবু কাউসার। শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল হুদা শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়াহিদুজ্জামান জিঠু, লিটন মোল্লা, শেখ সেলিম, জাস্টিছ খান, নাজমা টিপু প্রমুখ। নীলফামারী মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ জলঢাকা উপজেলা শাখা। এ উপলক্ষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে শনিবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়। সংগঠনের সভাপতি জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ নুরুজ্জামান, আমিনুর রহমান বিএসসি, মহসিন আলী, শাখাওয়াত হোসেন, নির্মলেন্দু রায়, মর্তুজা ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের গেটের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন মাদারীপুর জেলা শাখা। সভাপতিত্ব করেছেন সুজনের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন মাহমুদ। উপস্থিত ছিলেনÑ দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান খান, মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, আয়শা সিদ্দিকা আকাশী প্রমুখ। রাঙ্গামাটি শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিপুলসংখ্যক আলেম ওলামাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য দিয়েছেনÑ মহিলা সংসদ সদস্য জেএফ আনোয়ার চিনু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক সামসুল আরেফিন ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ। ঝালকাঠি সমাবেশ ও মানববন্ধন করেছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’। ডিসি অফিসের সামনের সড়কে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা সুজন সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, পৌরসভার কাউন্সিলর তরুণ কুমার কর্মকার, জেলা জাসদের সভাপতি ডাঃ সুকমল ওঝা দোলন প্রমুখ বক্তৃতা করেন। গাজীপুর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে কোন জাতীয় ঐক্য হবে না। যারা গুলশানের ঘটনাকে বিপ্লব বলে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনদিনও ঐক্য হতে পারে না। ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি শনিবার দুপুরে গাজীপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গতাজ অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান। খুলনা শনিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে আওয়ামী লীগ। খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি।
×