ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জুলাই ২০১৬

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল ॥ দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অধিক ঝুঁকিপূর্ণ একটি আয়রন ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে তিনটি গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ এবং বিনোদনমূলক শাহী ৯৯ পার্কের ভ্রমণপিপাসু নারী-পুরুষ ও শিশুদের। যে কোন সময় এ ব্রিজটি ধসে পড়ে প্রাণহানীর আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। ব্রিজটির অবস্থান বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ¦বর্তী গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়। স্থানীয়রা অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটিসহ ওই এলাকার জনগুরুত্বপূর্ণ প্রায় এক-দেড় কিলোমিটারের খানাখন্দের ইটের সলিং রাস্তাটি কাপের্টিং করার জন্য স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদীর বাটাজোর বন্দরের উত্তর-পশ্চিম পাশের বাটাজোর-দেওপাড়া ও লক্ষণকাঠী সড়কের প্রবেশ পথে দীর্ঘদিন পূর্বে খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক আগেই ব্রিজের অধিকাংশ সøাব ধসে পড়েছে। স্থানীয়রা কাঠের গুঁড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনরকম ব্রিজটি দিয়ে যাতায়াত করছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিসহ এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে নির্মিত আয়রন ব্রিজটি দিয়ে প্রতিদিন তিনটি গ্রামের শিক্ষার্থী, এলাকাবাসীসহ লক্ষণকাঠী দেওপাড়া গ্রামে নির্মিত বিনোদনমূলক শাহী ৯৯ পার্কে আসা কয়েক হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে যে কোন সময় ব্রিজটি ধসে পড়ে বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে। তারা আরও জানান, ব্রিজটি যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তেমনি ব্রিজের গোড়া থেকে শাহী ৯৯ পার্ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের জনগুরুত্বপূর্ণ ইটের সলিং রাস্তাটি খানাখন্দে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী এবং পার্কে আসা বিনোদনপ্রেমিদের চরম ভোগান্তিসহ ছোট বড় দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।
×