ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাচ্ এ্যাথলেট শিপার্সের অলিম্পিক স্বপ্ন

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ জুলাই ২০১৬

ডাচ্ এ্যাথলেট শিপার্সের অলিম্পিক স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ২৪ দিন। এরপরই শুরু হয়ে যাবে অলিম্পিক মহাযজ্ঞ। আগামী মাসে ব্রাজিলের শহর রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বিশ্বসেরা এ্যাথলেটরা। হল্যান্ডের মহিলা স্প্রিন্টার ড্যাফনে শিপার্স আরেকটি স্বর্ণ জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে। মহিলাদের ৪ী১০০ মিটার রিলে ইভেন্টে দুরন্ত গতি দেখিয়ে তিনি স্বর্ণপদক জিতে নেন। ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন ফেলিক্স। এবার রিও অলিম্পিকে সেটা ধরে রাখার মিশন নিয়ে দৌড়াবেন এ মার্কিন তারকা। কিন্তু উদীয়মান এক স্কুল বালিকা স্প্রিন্টার তার সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। লস এ্যাঞ্জেলেসের ৩০ বছর বয়সী ফেলিক্স ২০০ মিটারের অলিম্পিক ট্র্যাক এ্যান্ড ফিল্ড ট্রায়ালে চতুর্থ হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২২.৫৪ সেকেন্ড। শীর্ষ তিনে অবস্থানকারী তিন স্প্রিন্টার সুযোগ পাবেন রিও অলিম্পিকে অংশ নেয়ার। ফেলিক্সের জায়গা নিয়েছেন জেনা প্রাণদিনি ২২.৫৩ সেকেন্ড টাইমিং গড়ে। আর শীর্ষে থেকে শেষ করেছেন বাউয়ি। এ তরুণী সময় নেন মাত্র ২২.২৫ সেকেন্ড এবং ২২.৩০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ডিয়েজাহ স্টিভেন্স। দারুণ হতাশ হয়েছেন ফেলিক্স। ২০০ মিটারে দৌড়ানো হচ্ছে না তার। কিন্তু ইতোমধ্যেই রিও অলিম্পিকের ৪০০ মিটারে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছেন এ স্প্রিন্টার। গত এপ্রিলে এক দুর্ঘটনায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার প্রভাবটাই পড়েছে নিজের নৈপুণ্যে এমনটাই মনে করছেন ফেলিক্স। তিনি বলেন, ‘আমি খুব হতাশা বোধ করছি। যেটার জন্য সারাবছর ধরে এক চেষ্টা করলাম, পরিশ্রম করলাম সেটাতেই আমি ব্যর্থ হলাম। এটা খুবই কষ্টদায়ক।’ ফেলিক্স ব্যর্থ হলেও স্কুল কিশোরী সিডনি ম্যাকলাফলিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেয়ার রেকর্ড গড়তে চলেছেন। মাত্র ১৬ বছর বয়সী এ স্কুল পড়ুয়া কিশোরী মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন। রেসটা জিতেছেন ডালিলাহ মোহাম্মদ। তিনি ৫২.৮৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করে প্রথম হন। শিপার্সের দিনগুলো দারুণ যাচ্ছে। মাত্র চারদিন আগেই তিনি ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন। এবার মহিলাদের ৪ী১০০ মিটার রিলে ইভেন্টেও স্বর্ণ জিতলেন এ ডাচ্ তারকা স্প্রিন্টার। আমস্টারডামের অলিম্পিক স্টেডিয়ামে ছিল উপড়ে পড়া দর্শক। তাদের দারুণ আনন্দ দিতে পেরেছেন শিপার্স নিজের দুরন্ত গতি দিয়ে। সবমিলিয়ে ৪২.০৪ সেকেন্ড সময় নিয়ে শেষ করে হল্যান্ড। ব্রিটেন ৪২.৪৫ সেকেন্ড নিয়ে রৌপ্য এবং ৪২.৪৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করে জার্মানি। গত বছর বেজিং বিশ্ব আসরে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন শিপার্স। সেটি ছিল জাতীয় রেকর্ড। কিন্তু রিও অলিম্পিকে দারুণ কিছু করার প্রত্যয় জানালেন এ ডাচ্ স্প্রিন্ট তারকা।
×