ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৪:২৫, ১৫ জুলাই ২০১৬

নীলফামারীতে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে ৫৭ পরিবারের দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে ৪টি গরু, ৩টি ছাগল ও দুই শতাধিক হাঁস মুরগি। বুধবার রাত ১১টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। ক্ষতির পরিবার প্রায় অর্ধ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনে সব কিছু হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে আহাজারি করছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খয়রাতির ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল ও দুই হাজার করে টাকা বিতরণ করা হয়। জয়পুরহাট নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাট শহরের মাড়োয়ারীপট্টিতে বুধবার গভীর রাতে একটি হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ অগ্নিকা-ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে রাত সাড়ে ১২টার দিকে মাড়োয়ারীপট্টির মাহফুজুল হকের মালিকানাধীন ‘মাহফুজ এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যারের দোকানের শোরুম ও মালামাল রাখার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। জাতীয় ভার্সিটিতে নয়া উপ-উপাচার্যের যোগদান রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বর্তমানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ও উক্ত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তিনি জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কিয়োসু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিষয়ে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ব্রুনো থেকে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। -বিজ্ঞপ্তি
×