ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসিদের দেখে ভয় পেতেন নেইমার!

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ জুলাই ২০১৬

মেসিদের দেখে ভয় পেতেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্টোস ছেড়ে বার্সিলোনার যোগ দেন নেইমার। শুরুর দিকে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের মতো তারকাদের দেখে ব্রাজিলিয়ান অধিনায়ক নাকি ভয় পেতেন! এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন নেইমার। বার্সায় শুরুর দিকে নিজেকে মানিয়ে নিতে মানসিকভাবে কিছুটা সময় নিতে হয়েছিল নেইমারকে। অভিষেকের আগে মেসিদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি জানিয়ে নেইমার বলেন, বার্সিলোনায় প্রথম ম্যাচের আগে মেসি ও অন্যদের দেখে আমি ভয় পেয়েছিলাম। ব্রাজিলিয়ান তারকা বলেন, ড্রেসিংরুমে মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে ও আলভেজকে আমি পেয়েছিলাম। তারা আমার আইডল ছিলেন। এটা এমন ছিল যে আমি একটি প্লেস্টেশনে খেলছিলাম। শুরুটা আমার জন্য খুবই কঠিন ছিল। কঠিন এই সময়ে স্বদেশী আলভেজ অনেক সাহায্য করেছেন বলে জানিয়েছেন নেইমার। এ প্রসঙ্গে বলেন, বার্সিলোনায় মানিয়ে নিতে ও আজকের আমি যা তা হতে আলভেজ আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। বার্সলোনায় তিনি আমার জন্য যা করেছেন সেজন্য তাকে আমার অনেক কিছু দেয়ার আছে। অলিম্পিকের জন্য পেলের গান স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। কিছুদিন আগে তৃতীয় বিয়ে করেছেন। কিন্তু কালজয়ী এই ফুটবলার জীবদ্দশায় কখনও অলিম্পিকে খেলতে পারেননি। কারণ সে সময় পেশাদার ফুটবলারদের অলিম্পিকে খেলা নিয়ে নিষেধাজ্ঞা ছিল। এবার নিজ দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর। ময়দানী লড়ইয়ে না হোক, এই আসরে নিজেকে ভালভাবেই সম্পৃক্ত রাখছেন কালো মানিক। ফুটবল মাঠের নিপুণ কারিগর ভাল গানও গাইতে পারেন। এ প্রমাণ অনেকবার রেখেছেন। শুধু তাই নয়, পেলে গান লিখেন, সুর করেন ও গান। আগামী মাসে শুরু হতে যাওয়া অলিম্পিককে সামনে রেখে লিখেছেন আরেকটি গান। ‘এসপারেঙ্কা’ নামে গান লিখে সেটি এরই মধ্যে রেকর্ড করে ফেলেছেন। টুইটারে সেই খবর দিয়ে বলেছেন, ১৫ জুলাই গানটা প্রকাশ করবেন।
×