ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অটোরিক্সা চালক হত্যা

চট্টগ্রাম কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

প্রকাশিত: ০৪:১৫, ১৪ জুলাই ২০১৬

চট্টগ্রাম কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএনজি অটোরিক্সা চালককে হত্যার দায়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোঃ সাইফুল ওরফে শহীদ এবং মোঃ শহীদুল্লাহ ওরফে শহীদ নামে দুই আসামির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকর হওয়া দুজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। দুজনের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কার্যত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত অত্যাধুনিক দুটি ফাঁসির মঞ্চের যাত্রা শুরু হয়েছে। ২০১১ সালে সাড়ে ৫৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুটি ফাঁসির মঞ্চসহ ৩৫টি ভবন নির্মিত হয়। এর আগে ২০০৭ সালে এই কারাগারে স্ত্রী হত্যার দায়ে দ-িত এক আসামির ফাঁসি কার্যকর হয়েছিল। মাঝে গত নয় বছর এই কারাগারে আর কোন আসামির ফাঁসি কার্যকর করা হয়নি। ফাঁসি কার্যকরের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ডিআইজি (প্রিজন) অসীম কান্তি পাল, সিনিয়র জেল সুপার মোঃ ইকবাল কবীর, জেলার মাহবুবুল ইসলাম, নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ও অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) অসীম কান্ত পাল জানান, সিএনজি অটোরিক্সা চালককে হত্যার ঘটনায় আদালত দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেন। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ ফাঁসির দ- বহাল রাখলে সাইফুল এবং শহীদুল্লাহ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার নথি চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছানোর পর রাত ১২টায় ফাঁসি কার্যকর করা হয়। পোল্ট্রি ফার্মের বর্জ্যে পরিবেশ দূষণ ॥ ভোগান্তিতে ৫শ’ পরিবার নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৩ জুলাই ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের লটচন্দ্রপুর পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে লেয়ার মুরগির বিশাল পোল্ট্রি ফার্ম। এই ফার্মের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মুরগির উচ্ছিষ্ট এলাকায় প্রবেশ করে পরিবেশ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। বর্জ্যরে গন্ধ পুরো এলাকা ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বসবাসকারী ৫শ’ পরিবারের অধিকাংশের মাঝে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। পাশাপাশি স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রী ও শিশুদের মাঝে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেও কোন প্রতিকার পায়নি বলেও জানান তারা। পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আছহাব উদ্দিন প্রঃ মদন মেম্বারের মালিকানাধীন ঝিনুক পোল্ট্রি ফার্মে লক্ষাধিক লেয়ার মুরগি পালন করা হয়। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না পাওয়ারও অভিযোগ রয়েছে এ পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে।
×