ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের প্রতি নির্দেশনা

প্রকাশিত: ০৪:১৫, ১৪ জুলাই ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের প্রতি নির্দেশনা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের বর্তমান পরিস্থিতিতে বিপথগামী তরুণ শিক্ষার্থীদের নৈরাজ্য, নৈরাশ্য, অন্ধত্ব ও বিপথগামিতার পথ থেকে সুস্থ চিন্তা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। দেশের উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমে প্রকাশার্থে এক বক্তব্যে বুধবার তিনি এসব নির্দেশনা দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি উপাচার্যের ৮টি বিষয়ের ওই নির্দেশনায় ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে ও আবাসিক হোস্টেলে নিয়মিত হাজিরা গ্রহণ নিশ্চিতকরণ, গরহাজির শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের অভিভাবকদের কাছে প্রেরণ, প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের নজরদারি বৃদ্ধি করা, সহপাঠ কার্যক্রম (ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকা-) নিয়মিত অনুষ্ঠিত করে সেসব বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অবহিত করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহ কর্তৃক এসব পদক্ষেপের বাস্তবায়ন মনিটরিং করা, অন্যান্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ বিষয়টির বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টিম প্রেরণের কথা উল্লেখ করা হয়। দুর্নীতি ঢাকতে ভূরিভোজ! নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জুলাই ॥ ৩০ ব্রিজ নির্মাণে অনিয়মের তদন্ত করতে এসে ভূরিভোজে শরিক হলো তদন্ত টিম। তাদের জন্য গরু, খাসি, মুরগির মাংস ছাড়াও ইলিশ, রুই, পাঙ্গাস, বাইলা, পোমা, আইর, কোরাল ও গলদা চিংড়িসহ ১৯ আইটেমের খাবার ব্যবস্থা করা হয়। এ ছাড়াও ডাল ও বিভিন্ন ধরনের সবজি তো ছিলই, আরও ছিল মিষ্টি ও ফিরনি। আর বাবুর্চি আনা হয়েছে ভোলা জেলা থেকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কালভার্ট ও সেতু বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলামের বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাড়িতে বুধবার দুপুরে এ ভূরিভোজের আয়োজন করা হয়। ওই উপ-বিভাগীয় প্রকৌশলীর এক ভাই অন্য ঠিকাদারের লাইসেন্সে দুটি ব্রিজের কাজ করছেন। তিনিও একটি ব্রিজের কাজ করছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অতিথি ও ঠিকাদারসহ শতাধিক লোকের এ ভূরিভোজে ৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। জানা গেছে, গত ২৬ জুন দৈনিক জনকণ্ঠে বাউফলে ৩০ ব্রিজ নির্মাণে অনিয়ম শিরোনামে সংবাদ প্রকাশের পর বুধবার সকালে তদন্তের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সেতু ও কালভার্ট বিভাগের উপ-প্রকল্প পরিচালক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে তদন্ত টিম বাউফলে আসে।
×