ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশী নজরদারি বৃদ্ধি

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জুলাই ২০১৬

বরিশালে পুলিশী নজরদারি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় বড় ধরনের জঙ্গী হামলার পর নড়েচড়ে বসেছে বরিশালের পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে পুলিশী নজরদারি। পাশাপাশি নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকাসহ বিনোদন কেন্দ্রগুলোতেও নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে গোয়েন্দা সংস্থার সদস্যদের। এছাড়া জেলা ও মহানগরের প্রবেশদ্বারে বসানো চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের পাশাপাশি যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে। সূত্রমতে, গত কয়েকদিন ঈদ উদযাপনের মধ্যে পুলিশের এমন নিরাপত্তা বাড়ানোর বিষয়টি জনমনে ভীতির সৃষ্টি করলেও নিরাপত্তার স্বার্থে সচেতন নগরবাসী প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। জানা গেছে, রাত ১০টার পরপরই বিনোদন কেন্দ্রগুলোতে পোশাকধারী পুলিশ অবস্থান নিয়ে বিনোদনপ্রেমীদের অবস্থান ত্যাগে বাধ্য করছে। তাছাড়া নগরীর একাধিক স্থানে রাতের বেলা একই সঙ্গে চেকপোস্ট বসানোয় জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের কড়াকড়ি আরোপে নগরীতে যেন এক ধরনের অঘোষিত ‘রেড এ্যালার্ট’ চলছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা জানান, গুলশানে জিম্মি সঙ্কটের পর পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নোয়াখালীতে তিন খুন মামলায় জড়িতদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১২ জুলাই ॥ সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ওমর ফারুক সাজুসহ জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। গত ২১ মার্চ রাতে নোয়াখালী জেলা শহরের পুরাতন কলেজ সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক সাজু ফজলে হুদা রাজিব, জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ওয়াসিম ও জামসেদুল হক ইয়াছিনকে এলোপাতাড়ি গুলি করে।
×