ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্ট ছাড়লেন জেরমে টেইলর

প্রকাশিত: ০৬:৩১, ১৩ জুলাই ২০১৬

টেস্ট ছাড়লেন জেরমে টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ভারত সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বড় খবর, আচমকাই অবসর নেয়ায় এই দলে নেই পেসার জেরম টেইলর, বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন, নতুন মুখ রোস্টন চেইজ। দল ঘোষণার আগেই অবশ্য টেস্ট অবসরের কথা জানিয়ে দেন ৩২ বছর বয়সী টেইলর। রামদিনকে ভাবা হতো ক্যারিবীয়দের ভবিষ্যত অধিনায়ক, এমনকি তরুণ জেসন হোল্ডার দায়িত্ব পাওয়ার আগেও আর্মব্যান্ড ছিল তারই বাহুতে। ব্যাটিং গড় প্রত্যাশিত নয়। ধারণা করা হচ্ছে, নির্বাচকদের সমালোচনা করায় বাদ পড়েছেন ৭৪ টেস্ট খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার। ২১ জুলাই এ্যান্টিগায় শুরু ওয়েস্ট ইন্ডিজ-ভারত প্রথম টেস্ট, পরের তিনটি ম্যাচ জ্যামাইকা, সেন্ট লুসিয়া ও ত্রিনিদাদে। টেস্ট ছাড়লেও উইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি২০ খেলবেন টেইলর। ১৩ বছরে ৪৬টি টেস্ট খেলে ১৩০ উইকেট নিয়েছেন তিনি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে নিজের শেষ ম্যাচটি খেলেছেন। ২০০৩ সালে ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক টেইলরের। চোটের জন্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি সহজাত এই আউটসুইঙ্গার। ২০০৯ সাল থেকে প্রায় পাঁচ বছর তো টেস্টে খেলতেই পারেননি। টেইলরের সেরা নৈপুণ্য ঘরের মাঠ স্যাবাইনা পার্কে। ২০০৯ সালে ইংল্যান্ডকে ৫১ রানে অলআউট করে দলকে ইনিংস জয় এনে দেয়ার পথে ১১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ইনিংসে সেরা ৬/৪৭Ñ ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ম্যাচে সেরা ৯/৯৫Ñ ২০০৬ সালে ভারতের বিপক্ষে একই মাঠে। ব্যাট হাতে এক হাফ সেঞ্চুরির পাশাপাশি দশ নম্বরে নেমে একটি সেঞ্চুরিও আছে টেইলরের! নবাগত চেইজ মিডল অর্ডার ব্যাটসম্যান, ভাল অফ স্পিনও করতে পারেন। ফিরেছেন ওপেনার লিও জনসন। ঘরের মাঠে বিরাট কোহলিদের বিপক্ষে মাত্র দুইজন বিশেষজ্ঞ বোলার রেখেছেন ক্যারিবীয় নির্বাচকরা। সেখানে পেসার শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গী লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। রামদিনের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন শেন ডরিচ। ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট দলের হয়ে জনসন, চেইজের সঙ্গে খেলেন ডরিচও। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেয়েছেন জনসন ও চেইজ। গায়ানার হয়ে গত মৌসুমে ৫৭.৬৪ গড়ে ৮০৭ রান করে প্রতিযোগিতার সেরা রান সংগ্রাহক ছিলেন জনসন। ৫৯.১৬ গড়ে ৭১০ রান করে চার নম্বরে ছিলেন চেইজ। বাদ পড়েছেন জোমেল ওয়ারিক্যান, মিগেল কামিনস, শেই হোপ ও কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, রোস্টন চেইজ, শেন ডরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, লিও জনসন, মারলন স্যামুয়েলস।
×