ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্যান্ডি ডাইং মামলা ॥ বিচারকের প্রতি অনাস্থা

প্রকাশিত: ০৬:২৩, ১৩ জুলাই ২০১৬

ড্যান্ডি ডাইং মামলা ॥ বিচারকের প্রতি অনাস্থা

কোর্ট রিপোর্টার ॥ ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণ খেলাপির মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাতৃবধূ বেগম নাসরিন আহমেদ। ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস মঙ্গলবার এ বিবাদীর পক্ষে সময়ের আবেদন নামঞ্জুর করায় আইনজীবীর মাধ্যমে এ অনাস্থা ব্যক্ত করা হয়। প্রয়াত সাঈদ ইস্কান্দরের স্ত্রী বেগম নাসরিন আহমেদের আইনজীবী আসাদুজ্জামান বলেছেন, বেগম নাসরিন আহমেদের বিরুদ্ধে ইস্যুগঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রীট আবেদন করেছিলেন। ওই রীট নিষ্পত্তি হলেও আদেশ এখনও না পাওয়ায় সময় আবেদন করা হয়। কিন্তু বিচারক তা বেআইনীভাবে নাকচ করেন। তাই আমরা অনাস্থা দিয়েছি। মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সাক্ষ্য দেয়ার জন্য তাকে মঙ্গলবার আদালতে হাজিরা করা হয়। ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলায় এর আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১০ জন বিবাদী রয়েছেন। মামলায় ২০১৫ সালের ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অপর বিবাদীরা হলেন, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। সমাবেশ সফল করায় নাসিমের অভিনন্দন বিশেষ প্রতিনিধি ॥ জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত প্রতিরোধ সমাবেশ সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছে সে জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই। এছাড়া সফলতার সঙ্গে সমাবেশ শেষ করতে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যক্তি, দল, গোষ্ঠী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে মোহাম্মদ নাসিম আগামী ২০ জুলাই রাজধানীতে অভিভাবক এবং ২১ জুলাই নারী সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন। এছাড়াও ২৪ জুলাইয়ের পর থেকে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশের কর্মসূচীও ঘোষণা করেন তিনি। অসৎ উদ্দেশ্য রেন্ট-এ-কারের ব্যবসায়ীরা সুবিধা আদায়ে তাদের গাড়িতে লিখে রাখছে ‘সংবাদপত্র’। এসব গাড়ির বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই। গাড়িগুলো দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। ছবিটি মোহাম্মদপুর নতুন রাস্তার পিকআপ স্ট্যান্ড থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। ‘ভিক্ষাবৃত্তি জীবিকা নয়’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে প্রচারে নেমেছে। এ উদ্দেশ্যে রাজধানীর কয়েকটি এলাকা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। আর তাই কাওরান বাজারে ‘ভিক্ষাবৃত্তি জীবিকা নয়, ভিক্ষায় মান ক্ষুণœ হয়’-এই স্লোগান সংবলিত সাইনবোর্ড শোভা পাচ্ছে। যাতে বড় করে লেখা ‘ভিক্ষুকমুক্ত ঘোষিত এলাকা’ ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×