ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমন যুদ্ধের অগ্নিপরীক্ষায় খালেদা ফেল ॥ ইনু

প্রকাশিত: ০৬:০০, ১৩ জুলাই ২০১৬

জঙ্গী দমন যুদ্ধের অগ্নিপরীক্ষায় খালেদা ফেল ॥ ইনু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, জঙ্গী দমনের যুদ্ধের অগ্নি পরীক্ষায় খালেদা জিয়া এবারও ফেল করলেন। তার অবস্থান কি হবে ভবিষ্যতই বলে দেবে। জঙ্গীর সঙ্গী খালেদা জিয়া তার অবস্থান স্পষ্ট না করলে তাকেও রেহাই দেয়া হবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। খালেদা জিয়ার জাতীয় ঐক্যের বিষয়ে তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে উল্লেখ করে বলেন ‘জামায়াতের সঙ্গ বাদ দিয়ে ঐক্যের কথা বলুন’। বর্তমানে জাসদের ভূমিকা কি এমন প্রশ্নে হাসানুল হক ইনু তার দল সম্পর্কে তিনটি বিষয় পরিস্কার করেন ১. জঙ্গী দমন করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া ২. সুশাসনের জন্য বাংলাদেশ গড়া ৩. দুর্নীতি দলবাজি বন্ধ করে বাংলাদেশ গড়া। তিনি বলেন, জঙ্গী দমনের যুদ্ধে গণমাধ্যম ও গণতন্ত্র সরকারকে হাত ধরাধরি করে চলতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গী দমনে অনুসন্ধানী প্রতিবেদন করবেন, তবে এমন রিপোর্ট করবেন না যাতে জঙ্গীরা পালিয়ে যায়। এমন রিপোর্টও করবেন না যা উস্কানি দেয়।’ সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জাসদের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা করেন।
×