ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় আনিসুল স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে

প্রকাশিত: ০৬:০৬, ২৫ জুন ২০১৬

ভিয়েনায় আনিসুল স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে

আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২২ জুন বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পানএসিয়া হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। আনিসুল হক বলেন, বাংলাদেশে একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিচারের রায় কার্যকর হচ্ছে। সকল যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র দেশে বিদেশে সব জায়গায় হচ্ছে। স্বাধীনতাবিরোধীদের এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রবাসে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এম. নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন জননেত্রী শেখ হাসিনার ইস্পাত-দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা-নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সম্পদে সমৃদ্ধ একটি আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা এবং স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধের প্রশ্নে আমরা প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ, এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×