ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুয়েটে উপাচার্য ঢাবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ

প্রকাশিত: ০৮:১৭, ২৩ জুন ২০১৬

বুয়েটে উপাচার্য ঢাবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ

বিডিনিউজ ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বুয়েটের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম চার বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন। আর ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক আকতারুজ্জামান উপ-উপাচার্য হয়েছেন। তার সঙ্গে সদ্য মেয়াদ পেরুনো নাসরিন আহমাদকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের যুগ্ম-সচিব লায়লা আরজুমান্দ বানু বুধবার রাতে এ তথ্য জানান। বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম গত ২৪ মে ব্যাঙ্ককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বুয়েটের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন তিনি। খালেদা একরামের মৃত্যুর পর বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন জেবুন নাসরীন আহমেদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক সাইফুল খালেদা একরামের স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে ২০১২ সালের ৫ জুন চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান নাসরীন আহমাদ ও সহিদ আকতার হুসাইন। গত ৯ জুন তাদের মেয়াদ শেষ হয়।
×