ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামীর নির্যাতনের এক বছর পর মারা গেল স্ত্রী

প্রকাশিত: ০৬:২৯, ২১ জুন ২০১৬

স্বামীর নির্যাতনের এক বছর পর মারা গেল স্ত্রী

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২০ জুন ॥ পাথরঘাটায় স্বামীর নির্যাতনের এক বছর পর মারা গেল স্ত্রী সালমা আকতার (২০)। রবিবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। সালমার বাবা চান মিয়া একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। থানায় মামলার পর সালমার স্বামী হানিফকে আটক করেছে পুলিশ। মামলার তদারকি কর্মকর্তা এএসআই সলেমান বিষয়টি নিশ্চিত করেছেন। সালমার ভাই সাদ্দাম জানান, তার বোনকে গত ২ বছর আগে পার্শ্ববর্তী কালমেঘা গ্রামে রহমানের ছেলে হানিফের সঙ্গে বিবাহ দেয়। কিছু দিন পর স্বামী-স্ত্রী দু’জনে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি নেয়। পরে দু’জনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়। একপর্যায় স্বামী হানিফ সালমাকে মেরে হাত-পা ভেঙ্গে দিয়ে তার কর্মস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সালমার সহকর্মীরা বাড়িতে খবর দিলে তার পরিবার সালমাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করান। বেশি অসুস্থ হয়ে পড়লে একপর্যায় তাকে (সালমা) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার ক্ষতস্থানে ক্যান্সার ধরা পড়ে। তিন মাস পর হাসপাতাল থেকে সালমাকে ফেরত দিলে রবিবার সে মারা যায়। সালমার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। মানবপাচারকারীকে গণধোলাই দিয়ে টাকা আদায় স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবপাচারকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। মালয়েশিয়া পাচারের নামে আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে দেড়মাস ধরে মালয়েশিয়া গমনেচ্ছুকে গায়েব করে উখিয়া ভালুকিয়ার ওই দালাল নিজেও আত্মগোপনে চলে যায়। ঢাকা শহরে তিন জায়গায় দালালের একাধিক বন্দীশালায় আটক থাকার পর কৌশলে পালিয়ে আসে আবুল কালাম নামে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তার খোঁজে মানবপাচারকারী উখিয়ার রতœাপালং ভালুকিয়া এলাকার নুরুল আজিম ওরফে নুরুল আজিজ ওরফে নুরুল আমি কক্সবাজারে এলে তাকে ধরে ফেলে বিদেশগামী ব্যক্তি আবুল কালাম ও তার স্বজনরা। রবিবার রাতে ওই দালালকে ধরে লালদীঘির পাড়ের একটি রেস্তরাঁয় আটকে রাখে তারা। মধ্যরাতে রতœাপালং ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল কবির ও দালালের আত্মীয়রা এসে নগদ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কুখ্যাত মানবপাচারের গডফাদারকে ধরে পুলিশে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলেন, ওইসব জনপ্রতিনিধির সহযোগিতায় মালয়েশিয়ায় মানবপাচারের দালালরা পার পেয়ে যাচ্ছে সর্বদা। শিশু অপহরণ ও ধর্ষণের চেষ্টা ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২০ জুন ॥ দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর বন বিভাগ অফিসের পশ্চিম পার্শ্বে গারো পাহাড়ের বড় টিলায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায়, পৌরসভার সাধুপাড়ার মোঃ সাইফুল ইসলামের ৩ বছরের মেয়েকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাগিচাপাড়ার মাসুদ মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। টিলার পার্শ্বে মাছ ধরতে থাকা লোকজন শিশুর চিৎকার শুনে টিলার উপরে উঠলে মাসুদ মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন এলাকাবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। নাটোরে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জুন ॥ ছাত্রলীগ কর্মীর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করায় বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশরাফুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বড়াইগ্রাম ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান জিন্নার বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে বনপাড়া বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ সভাপতি জিন্নাহ এ অভিযোগ অস্বীকার করেছেন। ইতোপূর্বেও অভিযুক্ত বড়াইগ্রাম ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান জিন্নাহর বিরুদ্ধে আব্দুল খালেক নামে অপর পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। জানা যায়, বনপাড়া বাজারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ সময় এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় সেটি আটক করে পুলিশ। কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ মোবাইলে পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলামকে মোটরসাইকেলটি ছেড়ে দেয়ার জন্য বলেন। কিন্তু তাতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলাম রাজি না হওয়ায় জিল্লুর রহমান জিন্নাহ ১৫-২০ নেতাকর্মীসহ সেখানে এসে উপস্থিত হন। উপ-পরিদর্শক আশরাফুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ সময় পুলিশ কনস্টেবলেরা এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পিক-আপে করে উপ-পরিদর্শক আশরাফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। সুইমিংপুলে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরের হলিডে মোড় সংলগ্ন হোটেল সিলভার সাইনের সুইমিংপুলের পানিতে ডুবে ফয়েজ মোহাম্মদ সাগর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাগর কক্সবাজার সদর চৌফলদন্ডীর বেদার মিয়ার পুত্র এবং কক্সবাজার কেজি এ্যান্ড মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। সাগরের মৃত্যুর জন্য হোটেল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছে তার পরিবার। তবে হোটেল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, ময়মনসিং ॥ স্ত্রী রেখা আক্তার হত্যা মামলার রায়ে মুক্তাগাছা উপজেলার গন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলামকে মৃত্যদ-সহ ১০ হাজার টাকা জরিমাণা করেছে আদালত। সোমবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন। আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ১৮ জানুয়ারি রেখা আক্তার খুন হয়। এ ঘটনায় রেখার বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে স্বামী আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। এ সময় আসামি আশরাফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, বাগেরহাটে মা হাসিনা বেগমকে (৫০) হত্যার দায়ে ছেলে ফারুক সেখ (৩০) নামে এক জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে দ-প্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের নির্দেশ দেন। সোমবার সকালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন। দ-দেশ প্রাপ্ত ফারুক সেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ সেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই মা হাসিনা বেগমের মাথায় ছেলে ফারুক সেখ কাঠের লাঠি দিয়ে আঘাত করে। এ সময় প্রতিবেশীরা ফারুক সেখকে ধরে পুলিশে দেয়। বিদ্যুতস্পৃষ্টে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ জুন ॥ ফরিদপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে স্কুলছাত্র আব্দুল্লাহ (১৫)। রবিবার রাত ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকার চৌরঙ্গী জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ গোপালগঞ্জের মুকসুদপুরের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে। তবে ওই পরিবারটি বর্তমানে শহরের ঝিলটুলী এলাকার কাঠপট্টি মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকে। আব্দুল্লাহ ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। যৌন হয়রানিসহ তিন মাদকসেবীর দণ্ড সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২০ জুন ॥ রায়পুরে যৌন হয়রানিসহ তিন মাদকসেবীকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যামাণ আদালত সোমবার বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এ দ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো- চরমোহনা গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে শাহিনকে (২৩) ১ বছর কারাদ- এবং চরপাতা গ্রামের সাগর (২৬), একই এলাকার মিজান (২৫) ও চর আবাবিল এলাকার আব্দুল মান্নানকে (৩৫) মাদক সেবনের অপরাধে তিন মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। ইউপি চেয়ারম্যান গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৩১ বস্তা চাল আত্মসাতের অভিযোগে সফিকুর রহমান লাল নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ওবায়দুর রহমান বলেন, ‘গত মার্চ মাস থেকে চার মাসের জন্য সরকার বঙ্গোপসাগরে জাটকা আহরণ নিষিদ্ধ করে। এ সময়ে জেলেরা সাগরে জাটকা আহরণ থেকে বিরত থাকবে এজন্য সরকার তালিকাভুক্ত প্রতিজন জেলের জন্য প্রণোদনা হিসাবে চল্লিশ (বিশেষ ভিজিএফ) কেজি করে চাল বরাদ্দ করে। জুন মাসের শেষ কিস্তিতে বারইখালী ইউনিয়নের ১৮০ জন তালিকাভুক্ত জেলেকে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে অনিয়ম হওয়ার গোপন খবর পেয়ে সহকারী ভূমি কমিশনার নাজমুল হুদা পুলিশ নিয়ে সেখানে অভিযানে যায়। অভিযানে গিয়ে তারা তালিকাভুক্ত জেলেদের মাস্টাররোল পরীক্ষা কওে দেখে সব চাল বিতরণ হয়েছে। তবে ৩১ বস্তা চাল বাড়তি রয়েছে।
×