ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিশোর আলম হত্যা ॥ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৪, ২০ জুন ২০১৬

কিশোর আলম হত্যা ॥ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ জুন ॥ পাতিল চুরির অভিযোগে শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর কিশোর আলম (১৬) হত্যা মামলার দীর্ঘ ১০ মাস পর প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আবু শামা কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে উপজেলার ভায়াডাঙ্গাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ছেলে আলম গত বছরের ১৩ আগস্ট শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা দক্ষিণপাড়ার নানার বাড়ি থেকে ফেরার পথে পাতিল চুরির অভিযোগে আটক হয়। পরে ইউনিয়ন পরিষদ মাঠে তথাকথিত গ্রাম্য সালিশে ইউপি চেয়ারম্যান আবু শামা কবির তাকে দোষী সাব্যস্ত করে তার শরীরে বেত্রাঘাতসহ বেধড়ক মারপিটে গুরুতর আহত করে। ওই অবস্থায় সালিশ ভেঙ্গে দিয়ে তাকে আটকে রাখা হয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে। পরে খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা তাকে নিতে গেলে জানানো হয়, আলমকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরদিন ১৪ আগস্ট ভোরে রহস্যজনকভাবে ঢাকা-শেরপুর মহাসড়কের ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ। সালিশে আলমের ওপর বেত্রাঘাতের ভিডিওচিত্রসহ সংবাদটি মিডিয়াতে প্রচারে আলোচিত হয়ে ওঠে। এর ভিডিওচিত্র ফেসবুক ও ইউটিউবেও স্থান পায়। ওই ঘটনায় এলাকায় সৃষ্টি হয় তোলপাড়। অন্যদিকে ওই ঘটনায় থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে আলমের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবু শামা কবির ও ইউপি সদস্য মিল্লাত হোসেনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে ২৩ আগস্ট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি রেকর্ড হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদের ধরছিল না পুলিশ। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচীও পালিত হয়েছে। দুই গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নন্দীগ্রামের দুই গৃহবধূকে অপহরণ ও গণধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদ- হয়েছে। এছাড়া দ-প্রাপ্তদের প্রত্যেকের এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। রবিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো- সোলায়মান আলী ম-ল, মহির উদ্দিন, আয়নাল ও মোজাহার আলী। মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রামের নামুইট গ্রামের ওই গৃহবধূকে আসামিরা উত্ত্যক্ত করতো। ২৯ নবেম্বর রাতে গৃহবধূ ও বেড়াতে আসা ভাবীকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আসামিরা তাদের ওপর চড়াও হয়। তারা দুই গৃহবধূকে সেখান থেকে অপহরণ করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। বগুড়ায় বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার গভীর রাতে শহরের সাতমাথা সংলগ্ন এলাকায় মেহেরুননেছা মার্কেটে অগ্নিকা-ে ২টি অডিও ভিডিও দোকান ভম্মীভূত হয়েছে। অগ্নিকা-ে ক্ষতিগস্ত দোকান মালিক খাদেমুল ইসলাম মোয়াজ্জেম (৩০) দোকান দেখতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায় এবং ঘটনাস্থল থেকে বিদ্যুতস্পৃৃষ্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে অগ্নিকা-ের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ২টি দোকান ভস্মীভূত হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ জুন ॥ বগুড়ার আদমদীঘিতে ৪ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে। জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের সাঁকোয়া গ্রামের গোলাম রসুলের শিশু পুত্র রেহেন (৪) রবিবার সকালে খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে মৃত অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। মাঠা ফ্যাক্টরির জরিমানা সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৯ জুন ॥ শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ডে খামারী মাঠা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে, রবিবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার খামারী মাঠা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নকল বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইদিনে উপজেলার গারদহ এলাকায় প্রল্লাদ ঘোষের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫ ’শ টাকা জরিমানা আদায় করা হয়। দুই হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ জুন ॥ বন্দর থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মদনপুর শপিং কমপ্লেক্সের ৫ তলা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ আলী হোসেন, রাজু আহম্মেদ ও আব্দুল আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর শপিং কমপ্লেক্সের ৫ তলা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ১৭৪ পরিবারে বিদ্যুতায়ন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এনায়েতপুরের ১৭৪টি পরিবারে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ ম-ল। রবিবার দুপুরে খামারগ্রাম ডিগ্রী কলেজ মাঠে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আজহার আলী, পরিচালক খোরশেদ আলম, ডিজিএম মিজানুর রহমান, থানার ওসি আকরাম হোসেন ও সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ প্রমুখ। নারায়ণগঞ্জে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ জুন ॥ রবিবার ‘নিরাপদ খাদ্য এবং ভাল স্বাস্থ্যবিধি অনুশীলন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই কর্মশালার আয়োজন করে। জেলা সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেনÑ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক নিশিকান্ত দেবনাথ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতর নারায়ণগঞ্জ সদর উপজেলা কর্মকর্তা শামসুর রহমান। আলোচনা করেন ডিরেক্টর জেনারেল অব হেলথ, ডেপুটি চীফ (এডমিন এ্যান্ড ট্রেনিং) ব্যুরো অব হেলথ এডুকেশন আব্দুস সালাম। অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ জুন ॥ ফুলছড়ি উপজেলা প্রশাসনিক ভবনে হামলা ও ভাংচুরকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে রবিবার ফুলছড়ি উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুস ছাত্তার, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া প্রমুখ। নৌ ও সড়কপথ অবরোধ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৯ জুন ॥ বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক মেম্বার মং পু মার্মাকে অপহরণের প্রতিবাদে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও সদর উপজেলার রাঙ্গামাটি ও বান্দরবান সড়কে রবিবার সকাল থেকে অনির্দিষ্ট কালের সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে বান্দরবান আওয়ামী লীগ। সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুমা, রোয়াংছড়ি, থানচি স্টেশনে এবং নৌঘাটে অবস্থান নিয়ে অবরোধ পালন করেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। অবৈধ কারখানা সিলগালা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় নিয়ম বহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠান এবং রং ও তারপিন তৈরির অবৈধ কারখানা শনিবার রাতে সিলগালা করে দিয়েছে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সালমা এন্টারপ্রাইজ নামের একটি সাইনবোর্ড ঝুঁলিয়ে মাটির ওপর ট্যাঙ্কি স্থাপন করে সেখানে অপরিশোধিত জ্বালানি তেল মজুদ করে ব্যবসা করে আসছিল বাদল। এতে যে কোন সময় বিস্ফোরণসহ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ছিল। এছাড়াও সরকারী অনুমতি ছাড়া সেখানে তারপিন এবং রং উৎপাদন করা হতো।
×