ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নেই ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:১৮, ১৯ জুন ২০১৬

ঢাকা মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নেই ॥ ও. কাদের

সংসদ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, রেক্টোরেফ্লিক্টিভ নম্বর প্রবর্তন করায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ঢাকা মহানগরীতে নেই বললেই চলে। স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করায় ভুয়া লাইসেন্স ব্যবহারকারী চালকের সংখ্যাও ব্যাপকহারে হ্রাস পেয়েছে। শনিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও জানান, ভুয়া লাইসেন্স ব্যবহারকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশ বিভাগও ভুয়া লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই কার্যক্রম অব্যাহত। মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআরটিসির অধীনে এক হাজার ৪৫ বাস চলমান রয়েছে। এর মধ্যে এক হাজার ৩৯ বাস বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করে। সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া আদায়ের লক্ষ্যে নতুন ভাড়ার চার্ট প্রস্তুত করে সংশ্লিষ্ট সকলকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং এর সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে। ঢাকা শহরের বিভিন্ন বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়সহ অন্যান্য অনিয়মের বিষয় মনিটরিং করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক ও মহাসড়কের অবৈধ দখলমুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া আরও জোরদার করা হবে। তিনি বলেন, মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সড়ক ও জনপথ অধিদফতরের অনুরোধে এ কাজ করে যাচ্ছেন। এছাড়া সড়ক ও জনপথ অধিদফতরে প্রেষণ কর্মরত আইন ও এস্টেট কর্মকর্তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ক্ষমতা অর্পণ করেছে। হোসনে আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়কে রোড ডিভাইডার এবং ধীরগতির যানবাহনের লেনের সংস্থানসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প বর্তমানে বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের মার্চে প্রকল্পটি সম্পন্ন হবে।
×