ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে অভিজিৎ মুখার্জীর সাক্ষাত

প্রকাশিত: ০৬:২২, ১৯ জুন ২০১৬

স্পীকারের সঙ্গে অভিজিৎ মুখার্জীর সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাত করেন বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর পুত্র ও দেশটির লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জী। এ সময় তাঁরা সীমান্ত হাটের সংখ্যা আরও বাড়ানো ও সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাতের আগে অভিজিৎ মুখার্জী সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে গেলে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাঁকে স্বাগত জানান। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে তাঁরা দু’দেশের সংসদ, সংসদীয় কার্যক্রম, নারী নেতৃত্বের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বর্ডার হাট চালু, সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দু’দেশের কবি-সাহিত্যিকদের বাংলা ভাষা চর্চার সুযোগ বৃদ্ধি ও বাংলা ভাষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ সময় অভিজিৎ মুখার্জী বলেন, বাংলাদেশ ও ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি, ভাষা ও আচার-আচরণ এক। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে আরও প্রসারের মাধ্যমে দু’দেশের মানুষের সম্পর্কের উন্নয়ন ঘটবে। তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য দু’দেশের কবি-সাহিত্যিকদের সম্মিলিতভাবে বাংলা ভাষা চর্চার সুযোগ সৃষ্টি ও বাংলা ভাষার উন্নয়নে যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে স্পীকার বলেন, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের এবং তা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশও এক্ষেত্রে উন্নতি সাধন করছে। তিনি আরও বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে। দু’দেশের জনগণের মধ্যে ভবিষ্যতে এসব ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধি পাবে এমন আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সংসদ অধিবেশনে অভিজিৎ ॥ লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জী শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন। সকাল পৌনে ১১টায় ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচী শুরু হয়। এর কিছুক্ষণ পরই সংসদে বিদেশী অতিথি গ্যালারিতে বসে অধিবেশন প্রত্যক্ষ করতে আসেন অভিজিৎ মুখার্জী।
×