ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শনির বলয়ে খাঁজ

প্রকাশিত: ০৬:১১, ১৯ জুন ২০১৬

শনির বলয়ে খাঁজ

একটি রহস্যময় বস্তু শনিগ্রহের বলয়ে খাঁজ তৈরি করেছে। নাসার ক্যাসিনি মহাকাশ যান থেকে পাঠানো ছবিতে এটি দেখা গেছে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শনির চারপাশে রয়েছে বলয়। এই বৈশিষ্ট্যের কারণে গ্রহটি ‘সৌরজগতের রতœ’ নামেও পরিচিত। লক্ষ কোটি ঘূর্ণনরত ক্ষুদ্র শীলা বা মহাজাগতিক বস্তুর সমম্বয়ে এটি গঠিত। শনির বলয়ে ঘণ্টায় সহস্রাধিক মাইল বেগে ঘূর্ণনরত কণিকাগুলো ছোট বড় বিভিন্ন আকারের। ৩০ থেকে ৩শ’ পুরু বলয়টি শনির চারপাশে প্রায় ১ লাখ ৭৫ হাজার মাইলজুড়ে বিস্তৃত। এফ রিং নামে পরিচিত বলয়ের সবচেয়ে বাইরের দিকের অংশে খাঁজটি ধরা পড়েছে। খাঁজটি ঘণ্টায় ঘণ্টায় বড় হয় বা মিলিয়ে যায় বলে বিজ্ঞানীরা দেখেছেন। শনি গ্রহ বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী জন ওয়েসিস বলেন, বলয়ের মধ্যে থাকা বিভিন্ন আকৃতির বস্তুর কোন কোনটি জন্য এই খাঁজ তৈরি হয়ে থাকতে পারে। বলয়ে থাকা অসংখ্য ধুলিকণার জন্য দূর থেকে এটি তত পরিষ্কার দেখা যায় না। -সিডনি মর্নিং হেরাল্ড
×