ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পথভোলা ১০ শিশু পরিবারে ফিরতে চায়

প্রকাশিত: ০৪:১৬, ১৯ জুন ২০১৬

পথভোলা ১০ শিশু পরিবারে ফিরতে চায়

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ জুন ॥ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পথভোলা ১০ শিশুর দিন কাটছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। শৈশবে পরিবার হারানো এসব শিশুরা ফিরে যেতে চায় তাদের পরিবারের কাছে। থাকতে চায় মা-বাবার ¯েœহ মমতার বেড়াজালে। ঢাকার ৭ থেকে ৮ বছরের শিশু সিদ্দিক নানির সঙ্গে বাজারে যাওয়ার পর হারিয়ে যায়। আর মিম শুধু তার নামই বলতে পারে। ফেনীর ১১ বছরের আরিফ মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একপর্যায়ে হারিয়ে যায়, আর ফিরে যেত পারেনি বাড়ি। এমনি নানাভাবে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে পুলিশের মাধ্যমে স্থান হয়েছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। পথভোলা এসব শিশুরা বেড়ে উঠছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। এদের মধ্যে রয়েছে ২ থেকে ১২ বছরের শিশু। কেউ কেউ রয়েছে দুই বছর ধরে। নিরাপদ আবাসন কেন্দ্রে খাবারও বিনোদনের অভাব না থাকলেও রয়েছে মা-বাবা ও পরিবারের সদস্যদের না দেখার কষ্ট। শিশু বয়সে কষ্টকে সাথি করে বেড়ে ওঠা শিশুরা চায় তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে। ডাঃ রবিউলকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহ্বান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঊনসত্তরের গণঅভুত্থানের হুলিয়াপ্রাপ্ত নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সিপিবির সভাপতিম-লীর সাবেক সদস্য ডাঃ কাজী রবিউল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের বিশিষ্টজনরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তারা ডাঃ রবিউলকে বিদেশে পাঠানোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ভাষা সংগ্রামী বিমল রায় চৌধুরী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার প্রমুখ।
×