ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পচা মাছ মাংস বিক্রির দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:০৪, ১৮ জুন ২০১৬

রাজধানীতে পচা মাছ মাংস বিক্রির দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরপুল বাজারে অভিযান চালিয়ে পচা, মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রির দায়ে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। ১৬ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে এ হাতিরপুল বাজার অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার জানান, বাজারে পচা মাছ, মাংসসহ কয়েকটি দোকানে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে পৃথকভাবে ১৬ ব্যবসায়ীকে ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি জানান, বাজারে ব্যবসায়ীদের অনেকে গরুর মাংস ফ্রিজে সংরক্ষণ করে নতুন মাংসের সঙ্গে মিলিয়ে বিক্রি করে। ফ্রিজের মাংসের ওজন বেশি থাকে বলে তা বিক্রি প্রতারণার শামিল। সরকার নির্ধারিত ৫৭০ টাকায় খাসির মাংস বিক্রির কথা থাকলেও বাজারে অনেক বিক্রেতা ৬০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। এ ছাড়াও কারওয়ান বাজারে সবজি কিনে তা দ্বিগুণ দামে বিক্রির চিত্র দেখা গেছে হাতিরপুল বাজারে। এ অপরাধের হাতিরপুলের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অপরাধে ১৬ ব্যবসায়ীকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, আমরা অভিযান চালাই, জরিমানা করি, শান্তি দিই। কিন্তু চলে যাওয়ার পর আবারও একই কাজ করে। এর জন্য শুধু জরিমানা করে বা শাস্তি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এর জন্য ব্যবসায়ীদের নৈতিকভাবে সচেতন হতে হবে। বাজার মনিটরিং ঠিকভাবে করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানে আসার আগে আমাদের টিম এসে বাজার পরিদর্শন করে যায়। ফলে আমরা জানতে পারি কোথায় কি হচ্ছে। আমরা সেভাবেই ব্যবস্থা নিয়ে থাকি।
×