ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উইম্বল্ডনের আগে আত্মবিশ্বাসী কারবার

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ জুন ২০১৬

উইম্বল্ডনের আগে আত্মবিশ্বাসী কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দেড় যুগ পর জার্মানির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করেন এ্যাঞ্জেলিক কারবার। চলতি বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম নিজের শোকেসে তুলেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা খুব বেশি দিন ধরে রাখতে পারেননি কারবার। বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøাম ফ্রেঞ্চ ওপেনে একেবারেই বাজে পারফর্ম করেন তিনি। কিকি বার্টেন্সের কাছে হেরে রোঁলা গ্যাঁরোর প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া কারবার। এ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া উইম্বল্ডনেই নিজেকে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টেনিস কোর্টে কেন নিষ্প্রভ ছিলেন কারবার? কারবার জানালেন সেই কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনের পর অসংখ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে সংবাদ মাধ্যম, যেখানে অনেক কিছুই করার ছিল। আমি সবকিছুই করার চেষ্টা করেছি। আমার জন্য ‘না’ বলতে পারাটা খুব কঠিন ছিল। প্রায় ছয় মাস পর আমি বুঝতে পারলাম যে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়।’ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথমবার ফ্রান্সে যান কারবার। সেখানে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন ফ্রেঞ্চ ওপেন খেলার জন্য প্যারিসে যাই তখন আমার মনের মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। যেগুলো আমার খেলা কিংবা ব্যক্তিত্বের সঙ্গে বেমানান। আমি এগুলো মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে চেয়েছি। সেইসঙ্গে চেয়েছি জটিলতা থেকে মুক্ত থাকতে। কিন্তু প্রকৃতপক্ষে সব বিষয় নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ ছিল না।’ আগামী ২৭ জুন থেকে শুরু হবে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডন। সেই লক্ষ্যে পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ডে পৌঁছে গেছেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। কিছুদিন বিশ্রামে থেকে কাঁধের চোট পুরোপুরি ভাল হওয়ার পরই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া বার্মিংহ্যাম ওপেনে জয় দিয়েও যাত্রা শুরু করেন কারবার। উইম্বল্ডনের আগে এটাই তার প্রস্তুতির সেরা মঞ্চ। যেখানে শুরুটা বেশ ভালভাবেই করেছেন তিনি। প্রথম রাউন্ডের ম্যাচে এ্যাঞ্জেলিক কারবার ৭-৬ (৭/৩) এবং ৬-৩ সেটে হারান চীনের প্যাং শুয়াইকে। এ্যাঞ্জেলিক কারবার ছাড়াও বার্মিংহ্যামে খেলছেন পেত্রা কেভিতোভা, আন্দ্রেয়া পেটকোভিচ, কার্লা সুয়ারেজ নাভারো এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা। বার্মিংহ্যামের শিরোপা জিততে পারলে উইম্বল্ডনে নিশ্চিতভাবেই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামতে পারা। তাই সবারই চোখ এখন বার্মিংহ্যামের শিরোপাটা নিজের শোকেসে তুলা। গত দুই দশক ধরেই টেনিস কোর্টে রাজত্ব করেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভার মতো তারকারা। নারী ফুটবল দলকে সংবর্ধনা বাফুফের স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালের ২০ ডিসেম্বর নেপালের কাঠমা-ুতে এএফসি অনুর্ধ ১৪ গালর্স রিজিওনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল। অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়িণী ফুটবলারদের বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সংবর্ধনা ও ব্লেজার প্রদান করা হয়েছে। সংবর্ধনা ও ব্লেজার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদী, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণসহ আরও অনেকে। নেপালে অনুষ্ঠিত আসরটিতে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছিল ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও ইরানের মহিলা দল।
×