ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার নাশকতার মামলায় রিমান্ডে আসলাম চৌধুরী

প্রকাশিত: ০৭:১৭, ১৬ জুন ২০১৬

এবার নাশকতার মামলায় রিমান্ডে আসলাম চৌধুরী

কোর্ট রিপোর্টার ॥ মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইায়াছমিন এবং নুর নবী ১ দিন করে ২ দিনের এই রিমান্ড মঞ্জুর হয়। এ দুই মামলায় গত ২৪ মে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কয়েক দফা ওই রিমান্ড শুনানি পেছানোর পর বুধবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির জন্য আসলাম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুই মামলায়ই আসামিপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন। মতিঝিল থানার ৬(১)১৫ নাশকতার মামলায় ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন এবং লালবাগ থানার ৫(১)১৫ নাশকতার মামলায় ডিবি পুলিশের এসআই এমামুল ইসলাম এই রিমান্ড আবেদন করেন। স্বস্তি দিতে- আসন্ন ঈদের ছুটি কাটাতে কর্মমুখর মানুষ ছুটবেন গ্রামের বাড়িতে। মানুষের ভিড়ে তখন ভরে উঠবে যাত্রীছাউনিগুলো। বিষয়টি বিবেচনা করে গরমে যাত্রীদের একটু স্বস্তি দিতে রেলস্টেশনের ওয়েটিংরুমে ফ্যান লাগানো হচ্ছে। যা ভ্রমণের ক্লান্তি দূর করবে ঘরমুখো মানুষের। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। নির্মম পশুর প্রতি নৃশংসতার যেন শেষ নেই। পশু জবাইয়ের ক্ষেত্রে কোন নিয়মনীতিরও তোয়াক্কা নেই। দুগ্ধবতী পশু জবাই নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। তেমনি এক দুগ্ধবতী ছাগল জবাই করার আগে তার দুধ সংগ্রহ করে রাখছে কসাইখানার শ্রমিকরা। রাজধানীর মধুবাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×