ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ আদালতের রায়ে এমপির অধিকার ক্ষুণ্ণ হয়েছে!

প্রকাশিত: ০৭:৫৫, ১৫ জুন ২০১৬

সর্বোচ্চ আদালতের রায়ে এমপির অধিকার ক্ষুণ্ণ হয়েছে!

সংসদ রিপোর্টার ॥ উচ্চ আদালতের রায় অনুযায়ী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি থাকার এখতিয়ার নেই। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে সংসদ সদস্যদের অধিকার ক্ষুণœ হয়েছে বলে মনে করেন সরকারী দলের সংসদ সদস্য আবদুর রহমান। জবাবে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করে আবদুর রহমান বলেন, সম্প্রতি উচ্চ আদালত যে রায় দিয়েছে আমাদের সবারই দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বা প্রশাসনিক একটি সিদ্ধান্তের বলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজগুলোতে এমপিরা সভাপতি হিসেবে থাকতে পারবেন না। তিনি বলেন, এ কথা সত্যি আমি নিজে কখনই কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে থাকতে আগ্রহী নই। আমি এখনও আমার নিজের নামে একটি টেকনিক্যাল কলেজ ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে সভাপতি হইনি। কিন্তু বিষয়টি এমনভাবেই প্রতীয়মান হয়েছে যে সংসদ সদস্যদের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে যে পদ্ধতিতে বা যেভাবে না থাকার পরামর্শ দেয়া হয়েছে বা বলা হয়েছে, এতে আমি মনে করি আমাদের (সংসদ সদস্য) অধিকার ক্ষুণœ হয়েছে। আবদুর রহমান বলেন, বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত আমরা মাথা পেতে গ্রহণ করি, তেমনিভাবে আমার একটি প্রশ্নও থাকবে যে, এই সিদ্ধান্তটি কেবল মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত? নাকি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে আদালত পর্যন্ত গড়ানো উচিত। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন। জবাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আপনি যথার্থই বলেছেন, বিষয়টি আমিও লক্ষ্য করেছি। এটি একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল। সেক্ষেত্রে আদালত কিছুটা তার আওতার বাইরে গিয়ে সিদ্ধান্ত দিয়েছে। এ প্রসঙ্গে অনেক আইনজীবী দ্বিমতও পোষণ করেছেন। এজন্য আমি মনে করি শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য বা পরিপত্র জারি থাকা দরকার, যাতে করে এই ধরনের একটা জটিলতা সৃষ্টি হয়েছে তার নিরসন হয়। এ সময় অধিবেশনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য।
×