ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চোর অপবাদে দুই যুবককে নির্যাতন

প্রকাশিত: ০৭:১৮, ১৫ জুন ২০১৬

চোর অপবাদে দুই যুবককে নির্যাতন

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৪ জুন ॥ রায়পুরে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে চোর অপবাদ দিয়ে এক চা দোকানী ও দিনমজুরকে রড দিয়ে পিটিয়ে পুরো শরীর থেতলে দিয়েছে একই এলাকার টিটু আহাম্মদ কবিরাজ নামে পরাজিত মেম্বার প্রার্থী। এতেই ক্ষান্ত হয়নি তারা। জেদ মেটাতে না পেরে নিরীহ ওই চা দোকানীর বাড়িতে হামলা করে স্ত্রীকে মারধর করে ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ মালামাল ও একটি মোটরসাইকেল লুটে নেয়া হয়। বর্তমানে ওই টিটু কবিরাজের হুমকিতে হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরীহ ব্যবসায়ী থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না। শুক্রবার রাতে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের স্টিলব্রিজ সংলগ্ন বংশী বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় ৫ দিন ধরে হাসপাতালে যন্ত্রণায় কতরাছে দু’যুবক। মঙ্গলবার শহরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে প্রতিকার চেয়েছেন আহত চা দোকানী ও দিনমজুরের পরিবার। আহত ব্যবসায়ী মনিরের স্ত্রী শেফালী বেগম ও সুমন বেপারীর পিতা বকুল বেপারী জানান, গত দুই মাস আগে মনির তার বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে প্রভাবশালী টিটু আহাম্মেদ কবিরাজ মনিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এই ঘটনায় মনির প্রতিবাদ জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে চুপ হয়ে জান ধূর্ত টিটু কবিরাজ। গত শুক্রবার দুপুরে টিটু কবিরাজ ও বটু ডাক্তারের ফার্মেসি দোকানে চুরি হয়। এই চুরিকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ দিয়ে ওইদিন দুপুরে ব্যবসায়ী মনির ও তার সহকর্মী সুমন বেপারীকে টিটু কবিরাজ তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ধরে নিয়ে আটক রাখে। পরে টিটু কবিরাজ ও তার লোকজন মনির ও সুমনকে পিলারের সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে শরীর বিভিন্ন অংশ থেতলে দেয়। তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা, মোবাইল সেট, এশটি মোটরসাইকেল বাড়িতে গিয়ে তার স্ত্রীকে মারধর করে আট ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এই বিষয়ে টিটু আহাম্মদ কবিরাজ বলেন, তাদের দোকানে চুরি হওয়ায় মনির ও সুমন বেপারীকে সামান্য মারধর করা হয়েছে। তারাই আমার দোকানে চুরি করেছে বলে ফোন কেটে দেয়।
×