ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়া-রূপগঞ্জ ম্যাচের জয়ী দল শীর্ষে উঠবে ॥ আজই কি বিদায় ঘণ্টা বাজবে প্রাইম ব্যাংকের!

আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই আজ

প্রকাশিত: ০৬:৩১, ১৫ জুন ২০১৬

আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একটি দলের আজ বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। শিরোপা জেতার খায়েশ এবার মিটে যেতে পারে। সেই দলটি কারা? ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যদি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিয়ে শীর্ষেই থাকে ভিক্টোরিয়া, আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের কাছে হারে প্রাইম ব্যাংক, তাহলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। বিদায় বলতে শিরোপা জেতার আর কোন আশাই থাকবে না। সুপার লীগের এমনদিনে আবাহনী-মোহামেডানের মধ্যকার মর্যাদার লড়াইও আছে। যেটি হবে বিকেএসপিতে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) যখন সুপার লীগের সূচী ঘোষণা করল, তখনই সবার মধ্যে ভাবনা ঢুকে যায়। দেশের সেরা দুই ক্লাব। দুই ক্লাবের আছে নিজস্ব ঐতিহ্য। যে ঐতিহ্য দিয়ে এখনও ঢাকার ক্লাব ক্রিকেটে তাদেরই দাপট চলছে। সেই আবাহনী-মোহামেডান ম্যাচটি নাকি হবে বিকেএসপিতে! মোহামেডান কর্তা-ব্যক্তিদের কপালেও ভাঁজ পড়ল। তারা দ্রুত সিসিডিএমকে চিঠি দিয়ে অনুরোধও করল, যেন মিরপুরেই খেলা হয়। কিন্তু সিসিডিএম যে বিসিবির কথা ছাড়া এক চুল নড়তে পারে না। যে সূচী ঘোষণা হয়েছে। সেটিতেই অনড় থাকল সিসিডিএম। খেলা তাই বিকেএসপিতেই হবে। মিরপুরে খেলা হলে স্বাভাবিকভাবেই সমর্থক অনেক বেশি থাকত। বিকেএসপিতে তাতে ভাটা পড়াটা স্বাভাবিক। এরপরও দেশের দুই সেরা ক্লাব বলে কথা, দুই সেরা দল বলে কথা। দুই দলই আবার আছে শিরোপা জেতার দৌড়ে। আবাহনী দলের মধ্যে অবশ্য এরই মধ্যে কালিমা জুড়ে গেছে। আম্পায়ারদের সঙ্গে যে অশোভন আচরণ করেছেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। এ নিয়ে স্বাভাবিকভাবেই আবাহনী শিবিরে সামান্য হলেও ভাবনা কাজ করবে। সেই ভাবনায় না আবার মর্যাদার লড়াই লীগ পর্বের মতো এবারও মোহামেডানের কাছে হারে আবাহনী? সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এবার আবাহনী অনেক শক্তিশালী। লীগ পর্বে আবাহনীর সাকিব খেলেননি। ছিলেন না তারকা খ্যাতি মানের কোন বিদেশী ক্রিকেটারও। এবার সাকিব থাকছেন। এবং ভারতের দিনেশ কার্তিকও খেলতে পারেন। ব্যাট হাতে তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান আছেন। থাকতে পারেন দিনেশ কার্তিকও। বল হাতে তাসকিন আহমেদ, সাকিব, সাকলায়েন সজিব, আবুল হাসান রাজু রয়েছেন। আবাহনী যে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে, সেই শিরোপা জেতার সম্ভাবনা এখনও আছে। তবে প্রথম ম্যাচে আবাহনী কোন পয়েন্ট পায়নি, হারায়ওনি। সেই ম্যাচের রেজাল্টই এখনও হয়নি। গ-গোলের জন্য বিসিবির কোর্টে এখন সেই ম্যাচের বল গেছে। বিসিবিই সভায় সিদ্ধান্ত নেবে। সুপার লীগের প্রথম ম্যাচেই হেরে গেছে মোহামেডান। একটু পেছনেও পড়ে গেছে। আজ হারলে শিরোপা থেকে অনেক দূরে সরে যাবে। এমন ম্যাচে মুশফিকুর রহীমের দলের সামনে জেতার ছাড়া কোন বিকল্প নেই। লীগ পর্বে আবাহনী বিপাকে থাকার সময় মোহামেডান জিতেছে। এবার মোহামেডান বিপাকে। তাহলে কী আবাহনীরই জয় মিলবে? সৈকত আলী, হামিদুল ইসলাম, নাঈম ইসলাম, হাবিবুর রহমান, শ্রীলঙ্কান থিসারা পেরেরার সঙ্গে মুশফিকই ব্যাট হাতে মোহামেডানের ভরসা। আর বল হাতে নাঈম ইসলাম জুনিয়রের সঙ্গে এনামুল হক জুনিয়র, শুভাশিষ রায়, হাবিবুর রহমানকেই যা করার করতে হবে। পারবে মোহামেডান এবারও জিততে? জিতলেই আপাতত পয়েন্ট তালিকায় আবাহনীর উপরে উঠে যাবে। এখন দুই দলেরই আছে ১৪ পয়েন্ট। ২ পয়েন্ট বেড়ে তখন ১৬ পয়েন্ট হয়ে যাবে মোহামেডানের। আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে যখন সবার দৃষ্টি থাকবে, তখন টুর্নামেন্টে শিরোপার আশায় নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া হয়ে খেলবেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। প্রাইম দোলেশ্বরকে যেমন লীগ পর্বে হারিয়েছে প্রাইম ব্যাংক, এবার একই ফলের আশা। দলের গুরুত্বপূর্ন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তখন জেতার কোন বিকল্প নেই বলেই জানাচ্ছেন। বলেছেন, ‘আসলে আগে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করছি না আমরা। ভাল খেলতে পারলে আমাদের দিকেই ভাল ফল আসবে। জিততে হবে বলতে আমরা আমাদের শতভাগ দিব। তবে মাঠে যারা ভাল খেলবে তারাই জিতবে। তবে অবশ্যই আমরা জেতার জন্য মাঠে নামব।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা যদি জিততে না পারি তাহলে অন্য দলের পয়েন্ট দেখে লাভ নেই। প্রথম টার্গেট থাকবে জেতা। তারপর হিসাব আসবে কোন দল হারছে বা কোন জিতছে।’ প্রাইম ব্যাংকের পয়েন্ট এখন ১২। ম্যাচ খেলেছে ১২টি। আর চার ম্যাচ খেলবে। আর হারলে ১২ পয়েন্ট থাকবে। সঙ্গে তিন ম্যাচ খেলা বাকি থাকবে। প্রাইম ব্যাংক হারলে, ভিক্টোরিয়া জিতলে; প্রাইম ব্যাংকের শিরোপা জেতার আশা শেষ হয়ে যাবে। কিভাবে? প্রাইম ব্যাংক হারলে ১২ পয়েন্টই থাকবে। ভিক্টোরিয়া জিতলে হবে ১৯ পয়েন্ট। দুই দলের মধ্যকার তখন পয়েন্ট পার্থক্য থাকবে ৭। দুই দলেরই হাতে থাকবে ৩ ম্যাচ। ভিক্টোরিয়া যদি এরপর কোন ম্যাচ নাও জিতে, প্রাইম ব্যাংক সব ম্যাচ জিতে; তাহলেও ভিক্টোরিয়াকে ছুঁতে পারবে না প্রাইম ব্যাংক। বাকি তিন ম্যাচ জিতলে প্রাইম ব্যাংকের হবে ১৮ পয়েন্ট। ভিক্টোরিয়া আজ জিতলে হবে ১৯ পয়েন্ট। শিরোপা জয়ের রেশ থেকে ছিটকে পড়বে প্রাইম ব্যাংক। তবে ভিক্টোরিয়াকে হারিয়ে দিতে পারলে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে। ভিক্টোরিয়া না রূপগঞ্জ শীর্ষে উঠল, প্রাইম ব্যাংক বিদায় নিল; এসব নিয়ে দলগুলোর ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থক ছাড়া আর কারও কোন মাথাব্যথা নেই। আজ যে আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই আছে।
×