ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গ্যোয়টে ইনস্টিটিউটের আয়োজনে শব্দ প্রকৌশল কর্মশালা

প্রকাশিত: ০৬:১২, ১৫ জুন ২০১৬

গ্যোয়টে ইনস্টিটিউটের আয়োজনে শব্দ প্রকৌশল কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীত উপভোগ করা, চলচ্চিত্র দেখা থেকে শুরু করে যে কোন টেলিভিশন কিংবা বেতার অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। তাই যতটা নিখুঁত হবে এই শব্দ ব্যবস্থাপনা আয়োজনটিও হয়ে উঠবে ততটাই শ্রুতিমধুর। আর এই গুরুত্ব উপলব্ধি করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যোয়টে ইনস্টিটিউটে আয়োজনে অনুষ্ঠিত হলো শব্দ প্রকৌশল বিষয়ক বিশেষ কর্মশালা। ‘ডায়ালগ অন প্রফেশনাল সাউন্ড’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বিখ্যাত জার্মান শব্দ প্রকৌশলী অধ্যাপক ম্যাথিয়াস মিডলক্যাম্প। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছেন ওমনি মিউজিক। মঙ্গলবার সকালে ধানম-ির ওমনি মিউজিক প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সবার জন্য উন্মুক্ত ছিল শব্দ বিষয়ক অনন্য অভিজ্ঞতা অর্জনের আয়োজনটি। কর্মশালাটি মূলত বাংলাদেশের পেশাদার শব্দ প্রকৌশলীদের জন্য পরিচালনা করা হয়েছে। কর্মশালায় পেশাদার শব্দ প্রকৌশলীদের জন্য বেশ কয়েকটি অধিবেশন ছিল। এতে অংশ নেন ৩৫ শব্দ বিশেষজ্ঞ ও প্রকৌশলী। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন টেলিভিশন ও বেতারের সম্প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট শব্দ প্রকৌশলী ও যন্ত্রসঙ্গীত শিল্পী। অধ্যাপক ম্যাথিয়াস মিডলক্যাম্প এই শব্দ বিশেষজ্ঞদের লাইভ সাউন্ড রেকর্ড করা, লাইভ ব্র্রডকাস্ট ও এ্যাকুস্টিক প্ল্যানিং বা পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। বিশ্বের আধুনিক শব্দ ব্যবস্থাপনা সম্পর্কে মিডলক্যাম্পের বিশদ আলোচনা প্রশিক্ষণার্থীদের কাছে ছিল নতুন অভিজ্ঞতা। কর্মশালাটির আরেকটি বড় উদ্দেশ্য ছিল সক্ষমতা ও বিশেষত্ব অনুযায়ী বাংলাদেশের শব্দ প্রকৌশল জগতের উন্নয়ন কিভাবে করা যায় সেদিকে আলোকপাত করা। পাশাপাশি রেকর্ডিং স্টুডিও, কারিগরি সমস্যা চিহ্নিতকরণ, যন্ত্রপাতি তত্ত্বাবধায়নে জ্ঞানের আদান-প্রদান, ত্রুটি-বিচ্যুতি শনাক্তকরণ ও সমাধান খুুুঁজে বের করাসহ শব্দ প্রকৌশলের নানা বিষয় উঠে আসে এ কর্মশালায়। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মিডলক্যাম্প। তাদের জানিয়ে দেন, কেমন করে একটি সঙ্গীত বা অর্কেস্ট্রা পরিবেশনায় সর্বোচ্চ শ্রুতিমধুর শব্দ বের করে আনা যায়। সরাসরি হাতে-কলমে বুঝিয়ে দেন, কিভাবে বাঁশিসহ বিভিন্ন যন্ত্রসঙ্গীতের শব্দ ধারণ করতে হবে। এমনকি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে শব্দ ধারণ ব্যবস্থা কেমন হবেÑসে বিষয়েও ধারণা দেন মিডলক্যাম্প। প্রশিক্ষণ প্রদান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অধ্যাপক ম্যাথিয়াস মিডলক্যাম্প। প্রসঙ্গত, অধ্যাপক ম্যাথিয়াস মিডেলক্যাম্প এমনই একজন খ্যাতিমান শব্দ প্রকৌশলী যিনি রবার্ট উইলিয়ামস, লরি আন্ডারসন, নিক ওয়াগনার, ওয়েস্ট-ইস্টটার্ন-ডিভান অর্কেস্ট্রা, সিনফোনিয়ের অর্কেস্ট্রাসহ বিশে^র নানা দেশের খ্যাতিমান বিভিন্ন শিল্পী ও দলের সঙ্গে কাজ করেছেন। সেলিনা হোসেনের ৭০তম জন্মদিনে আনন্দ উৎসব ॥ প্রখ্যাত কথাসাহিত্যিক ও শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেনের ৭০তম জন্মদিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে শিশু একাডেমিতে দুপুরে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একাডেমির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনসহ একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা সেলিনা হোসেনকে জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানায়। এছাড়াও সেলিনা হোসেনকে একটি আলোকচিত্রের প্রতিকৃতি উপহার দেয়া হয়।
×