ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেল না স্বাগতিক জিম্বাবুইয়ে

সহজেই সিরিজ জিতল ভারত

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুন ২০১৬

সহজেই সিরিজ জিতল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেল না জিম্বাবুইয়ে। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির ভারত। অতিথিদের দুরন্ত বোলিংয়ের মুখে এদিন ৩৪.৩ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয় গ্রায়েম ক্রেমারের জিম্বাবুইয়ে। জবাবে ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফেবারিট ভারত। প্রথম ওয়ানডেতে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে আলো ছড়িয়েছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন এই সিরিজেই আরেক অভিষিক্ত যুবেন্দ্র চাহাল। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ এই লেগস্পিনার। একই ভেন্যু হারারেতে আনুষ্ঠানিকতার শেষ ওয়ানডে বুধবার। জিম্বাবুইয়েকে এভাবে গুড়িয়ে দেয়ার কৃতিত্ব ভারতীয় বোলারদের। যেখানে মূল ভূমিকা চাহালের। ৬ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুইয়ের মিডলঅর্ডার ধসিয়ে দিয়েছেন তিনিই। ৩৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর জিম্বাবুইয়েকে পথ দেখিয়েছিল সিকান্দার রাজা-ভূসি সিবান্দার চতুর্থ উইকেট জুটি। দু-জনে যোগ করেন ৬৭ রান। এই জুটি ভাঙ্গেন চাহাল। একে একে তুলে নেন সিকান্দার, সিবান্দা ও এলটন চিগুম্বুরার উইকেট। তাসের ঘরের মতো ভেঙ্গে পড়া জিম্বাবুইয়ে ব্যাটিংয়ের উজ্জ্বলতম নাম সিবান্দা করেছেন সর্বোচ্চ ৫৩ রান। ভারতের জয়ের ‘নায়ক’ চাহালের বোলিং ফিগার ৬-২-২৫-৩। দুই পেসার বারিন্দার স্রান ও ধাওয়াল কুলকার্নি নিয়েছেন দুটি করে উইকেট। ১২৭ রানের ছোট লক্ষ্যে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় ভারত। অম্বাতি রাইডু অপরাজিত থাকেন ৪১ রান করে। করুণ নায়ার আউট হন ব্যক্তিগত ৩৯ রানে। প্রথম ওয়ানডেতে অভিষেকেই সেঞ্চুরি করে ভারতের হয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন লোকেশ রাহুল। কাল অবশ্য সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরিও পাননি। তবুও আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় ওপেনার! জিম্বাবুইয়ের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ১০০ রানে। এদিন হারারেতে আউট হয়েছেন ৩৩ রান করে। ওয়ানডেতে খেলতে নেমে ১৩৩ রান করার পর আউট হন রাহুল। ওয়ানডেতে প্রথমবারের মতো আউট হওয়ার আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ রান। এর আগে উকরি রমন থেমেছিলেন ১০৩ রানে। স্কোর ॥ জিম্বাবুইয়ে ১২৬/১০ (৩৪.৩ ওভার; সিবান্দা ৫৩, চিভাভা ২১, রাজা ১৬, মাসাকাদজা ৯, ক্রেমার ৭*, মুজারাবানি ৫, চিগুম্বুরা ০; চাহাল ৩/২৫, স্রান ২/১৭, কুলকার্নি ২/৩১, অক্ষর ১/২২, বুমরাহ ১/২৭) ভারত ১২৯/২ (২৬.৫ ওভার; রাইডু ৪১*, নায়ার ৩৯, রাহুল ৩৩, পান্ডে ৪*; রাজা ১/৭, চিভাভা ১/৩১, ক্রেমার ০/১৭, মুজারাবানি ০/১৩) ফল ॥ ভারত ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ চাহাল (ভারত) সিরিজ ॥ তিন ওয়ানডে ভারত ২-০তে এগিয়ে।
×