ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাইনা

প্রকাশিত: ০৬:০১, ১৪ জুন ২০১৬

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাইনা

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা ভাল যাচ্ছিল না ভারতীয় ব্যাডমিন্টন কুইন সাইনা নেওয়ালের। গত বছর ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের পর থেকে আর ট্রফির মুখ দেখেননি লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী এই তারকা। অল ইংল্যান্ড আর ইন্দোনেশিয়ান ওপেনেও ছিলেন পুরোপুরি ব্যর্থ। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ঘুরে দাঁড়ালেন ২৬ বছরের হায়দরাবাদী কন্যা। সিডনিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত করলেন চীনের প্রবল প্রতিপক্ষ সান ইউকে। জয়টা মোটেই সহজ ছিল না। ব্যাডমিন্টনের সিঙ্গেলস ওমেন্সের ফাইনালে চীনা শাটলার যে প্রথম গেমে সাইনাকে পাত্তাই দিচ্ছিলেন না! পিছিয়ে পড়েন ২১-১১ গেমে। হতাশ সাইনা দ্বিতীয় গেমের শুরুতেও হোঁচট খান। তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকটি অনফোর্সড এরর করে বসেন। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান, খেলতে থাকেন ঠা-া মাথায়। দ্বিতীয় গেমটা জিতে নেন ২১-১৪ ব্যবধানে। শেষ গেমেও টক্কর সেয়ানে-সেয়ানে। ২১-১৯ এ জিতে শেষ হাসি সাইনার। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তার দ্বিতীয় শিরোপা। রিও’ অলিম্পিক মঞ্চে নামার আগে এই জয় সেনসেশনাল ইন্ডিয়ান শাটলারকে নিশ্চই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসবে বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় আসর। ক্যারিয়ারে ২১ খেতাবজয়ী সাইনা ভারতের অন্যতম আকর্ষণীয় প্রমীলা ক্রীড়াবিদ। ২০১০ কমনওয়েলথ গেমসে স্বর্ণ, ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জসহ একুশ শিরোপা জেতেন প্রতিভাবান এই ব্যাটমিন্টন খেলোয়াড়।
×