ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ জুন ২০১৬

আওয়ামী লীগ নেতা হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জুন ॥ পাবনা সদর উপজেলার গয়েশপুরের পয়দা বাজারে প্রকাশ্য দিবালোকে গয়েশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিশ্বাসকে গুলি করে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুর রহিম বিশ্বাসের ছোট ভাই আল আমিন হোসাইন। তিনি বলেন, হত্যাকা-ের ২২ দিন অতিবাহিত হলেও মামলার আসামিরা প্রকাশ্য ঘুরে বেরাচ্ছে। পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছে না। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। এমনকি নিহত আব্দুর রহিমের ছেলে মেয়েদের স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। বর্তমানে তাদের লেখা পড়া বন্ধ রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৩ জুন ॥ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসের উপরকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে টেলিভিশন, এইচ.পি ল্যাপটপ, ইউপিএস, ডাটা কেবল ও এ্যান্টেনা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী (সুমন)। ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ মে ॥ করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জানা যায়, গত ৪ জুন শেষ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সময় দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি দলীয় প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা চালায়। হামলায় একজন সহকারী প্রিসাইডিং অফিসার আহত হয়। ওই সময় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই কারণে দেহুন্দা ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে ওই দিনই বিএনপি দলীয় প্রার্থী তাজুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ জুন ॥ জেলা শহরের ডিসি কলোনির পাশে অবস্থিত প্রয়াত মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ তনু মিয়ার বসত বাড়ি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সম্পূূর্ণ ছাই হয়েছে। সোমবার দুপুর প্রায় দু’টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ১০ ভরি ওজনের সোনার গহনা, নগদ টাকা ও আসবাব পত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এদিন সকাল ১০টা থেকে লাইনে গ্যাস না থাকায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়। এ সময় ছোট বাচ্চার জন্য দুধ গরম করাকালে সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায়। অপরদিকে রাতে জেলার কমলনগর উপজেলার চরবসুতে আগুন লেগে কাপড়, মুদি ও ওষুধ দোকানসহ তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। দু’টি স্থানে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। আড়াইহাজারে ৫ জুয়াড়ি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ জুন ॥ আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এরা হলো : আব্দুল হালিম (৩৮), নাঈম ইসলাম, হালিম, মিজানুর রহমান ও হানিফা। পুলিশ রবিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একদল জুয়াড়ি আসর বসিয়ে জুয়া খেলছিল। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। যু বলীগ কর্মীকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জুন ॥ কালাইয়া ইউনিয়নের মেহেদী হাসান পলাশ নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগের অপর এক নেতা। রবিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দরের গরুহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে ওই ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ যুবলীগ কর্মী পলাশকে এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জে মেরিন ছাত্রদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ জুন ॥ মেরিন ডিপ্লোমা ছাত্রদের মেরিন ইঞ্জিনিয়ারিং অফিসার ক্লাস-৫ সনদ বন্ধে সমুদ্র পরিবহন অধিদফতরের অফিস আদেশ বাতিল দাবিতে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের আহ্বায়ক রাজীব আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম রিয়াদ, তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম, মহিবুল্লাহ এবং ২য় বর্ষের ছাত্র হাসান খান। বক্তারা বলেন, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে মেরিন ডিপ্লোমা পাসকৃত সকল শিক্ষার্থী সমুদ্র পরিবহন অধিদফতর কর্তৃক সনদ পেয়ে আসছিল। যার মাধ্যমে মেরিন ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীরা বৈদেশিক সমুদ্রগামী জাহাজে চাকরি করার সুযোগ পেত। কিন্তু গত ৩ মার্চ সমুদ্র পরিবহন অধিদফতর অফিস আদেশ জারি করে মেরিন ডিপ্লোমা কর্তৃক পাসকৃত শিক্ষার্থীদের সিডিসি দেয়া বন্ধ করে দেয়। এতে মেরিন ডিপ্লোমায় সারাদেশে তিন সহস্রাধিক শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে সমুদ্র পরিবহন অধিদফতর কর্তৃক জারিকৃত অফিস আদেশ বাতিল করার দাবি জানান।
×