ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যান চলাচল ব্যাহত মীরসরাই-ফটিকছড়ি সংযোগ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জুন ২০১৬

যান চলাচল ব্যাহত মীরসরাই-ফটিকছড়ি  সংযোগ সড়কের  বেহাল দশা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাই-ফটিকছড়ি সংযোগ সড়কটির বেহাল দশার কারণে যান চলাচলে দুর্ভোগের শেষ নেই। উন্নয়ন কাজ শুরু হওয়ার পরও রহস্যজনক কারণে মুখথুবড়ে পড়ে আছে মীরসরাই সদর এলাকা ও মীরসরাই-ফটিকছড়ি সড়ক উন্নয়নের কাজ। অথচ উত্তর চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে এ সংযোগ সড়কটি হতে পারে নিরাপদ ও ঝুঁকিবিহীন ডাবল লেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনের অংশ থেকে শুরু হওয়া এ উন্নয়ন কাজের কিছু অংশে ঢালাই এবং ইটপাথরের বড় বড় খ- প্রলেপবিহীন রাস্তার ওপর পড়ে থাকায় সিএনজি, পিকআপ, কার-মাইক্রোবাসের চাকা পাংচার হচ্ছে। বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে গাড়ি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে উঠেছে। মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, মহাসড়ক থেকে রেললাইন পর্যন্ত এই অংশের প্রকল্প বাস্তবায়ন করছে এনডিএসপি। প্রকল্পের ঠিকাদার রাকা ইন্টারন্যাশনাল ঋণের কবলে পড়ায় প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে পড়েছে।
×